Russia-Ukraine War: পাঁচ বছর আগে মুক্তিপ্রাপ্ত একটি শর্ট ফিল্ম যা নেট দুনিয়া তোলপাড় করে তুলেছে

ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমনের পরেই(Russia-Ukraine War) নিন্দুকদের তীরে বিদ্ধ হয়েছেন পুতিন। কিন্তু এই প্রথমবার নয়, আগেও মানবকল্যাণের বিরুদ্ধে গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। রবিবার টুইটারে ইউক্রেনের বিদেশমন্ত্রক জানায়, রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় এরোপ্লেন ধ্বংস করে দিয়েছে, যে এরোপ্লেন কোভিডকালে আশার আলো ছিল সারা ইউক্রেনবাসীর কাছে। রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্দ্রে রুবলভ দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ এর সেমিফাইনাল চলাকালীন আবেদন জানিয়ে ক্যামেরাতে লেখেন “নো ওয়ার প্লিজ”।

এছাড়াও যেসমস্ত ভারতীয় ছাত্রছাত্রী ইউক্রেনে পড়তে গিয়েছিল, তাদেরও অতি কষ্টে এবং ভয়ের মধ্যে বাংকারে আশ্রয় নিতে হয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রক অবশ্য জানিয়েছে, ইউক্রেনে থাকা সমস্ত মানুষকে অতি শীঘ্রই বের করে আনা হবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের। ইউক্রেনের গৃহমন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যেই প্রায় ১৪ জন শিশু সহ ৩৫৫ সাধারন নাগরিক মারা গিয়েছে। এছাড়াও প্রায় ১৭০০ জন সাধারন নাগরিক ও ১১৬ জন শিশু আহত(Russia-Ukraine War)।

আরও পড়ুন: ‘পোষ্যকে নিয়েই ফিরতে চাই’, ইউক্রেন থেকেই মোদীর কাছে আবেদন ভারতীয় ছাত্রেরইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কী সেই দেশের সাধারন নাগরিকদের আহ্বান জানান অস্ত্র তুলে নিজের দেশকে রক্ষা করার জন্য যা ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে সমস্ত বিশ্ববাসীকে। নবদম্পতি থেকে শুরু করে কিশোর ছেলেমেয়ে, সে দেশের শিল্পপতি সবাই এগিয়ে এসেছে নিজের দেশকে রক্ষা করতে।ইউক্রেনের মাটি যে খুব সহজে আয়ত্তে আসবে না তা হারে হারে টের পাচ্ছেন ব্লাদিমির পুতিন। রাষ্ট্রপতি পুতিন অবশ্য ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকিকে বেলারুশে আহ্বান জানিয়েছেন আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করার জন্য। কিন্তু জেলেন্সকী সাফ জানিয়ে দেন তিনি বেলারুশে যেতে চান না। শেয়ারবাজারে ধস যেনো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে সারা বিশ্বের মানুষের। ভারতবর্ষে সোমবার সেনসেক্সের সূচক প্রায় ৯০৮ পয়েন্ট নিচে নেমে যায়।
আরও পড়ুন: যুদ্ধ আবহেই শোরগোল নেট দুনিয়ায়, মুহূর্তেই ভাইরাল ইউক্রেনের প্রেসিডেন্টের নাচের ভিডিও
ইউক্রেনের এই পরিস্থিতির নাড়িয়ে দিয়েছে সারা বিশ্বের মানুষকে। এক মুহূর্তেই যেনো অনেকজন ইউক্রেনের বাসিন্দার জীবনচিত্র একসঙ্গে বদলে যায়। এই পরিস্থিতি সিনেপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে পাঁচ বছর আগে মুক্তিপ্রাপ্ত একটি শর্ট ফিল্ম – এর কথা। এই সিনেমাটিতে পরিচালক একটি ব্রিটিশ কিশোরীর গল্প তুলে ধরেন। এই ছবির মূল প্রেক্ষাপট আমাদের দেখায়, যদি লন্ডন শহর সিরিয়াতে পরিনত হয় তবে কি হবে।




Leave a Reply

Back to top button