Russia-Ukraine war: আগ্নেয়াস্ত্র হাতে ইউক্রেনের সুন্দরী সাংসদ, পুতিনের বিরুদ্ধে লড়াই থামছে না

প্রত্যুষা সরকার, কলকাতা: গত তিন দিন ধরে অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ ( Russia-Ukraine war ) রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে প্রান হারিয়েছে একাধিক সাধারন মানুষ। প্রানের ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন অনেকেই। আটকে পরেছে ভারত থেকে পরতে জাওয়া অনেক ছাত্র ছাত্রী। যুদ্ধের কবল থেকে বাধ পরছে না সদ্যোজাত থেকে বৃদ্ধ কেউই। এত কিছু খবরের মধ্যে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ইউক্রেনের নারী সাংসদ সদস্য কিরা রুডিক।
আগ্নেয়াস্ত্র হাতে দেশের সাংসদ
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ( Russia-Ukraine war ) ইউক্রেনের নীল আকাশ যখন শত্রুবিমানের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, মুর্হুমুর্হু বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ তখন দেশের হয়ে লড়তে হাতে তুলে আগ্নেয়াস্ত্র তুলে নিলেন দেশের সাংসদ। তুলে নিয়েছেন কালাশনিকভ। তিনি কিরা রুডিক। ইউক্রেনের (Ukraine) একজন পার্লামেন্টেরিয়ান। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে হাতের কালাশনিকভ আশার আলো দেখাচ্ছে তাঁকে।
ভাইরাল কিরার ছবি
”আমি কালাশনিকভ চালাতে শিখেছি এবং হাতে অস্ত্র তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। শুনতে অদ্ভুত লাগছে। কেননা ক’দিন আগেও এসব আমার মাথায় ছিল না। আমাদের পুরুষদের মতোই আমরা নারীরাও এবার দেশের মাটিকে রক্ষা করতে প্রস্তুত।” নিজের টুইটার হ্যান্ডলে ছবিটি শেয়ার করে এমনটি জানাচ্ছেন কিরা। যা দেখে মুগ্ধ নেটিজেনরা। যুদ্ধ পরিস্থিতিতে তার এই ছবি মন বল বারাছে ইউক্রেনের সাধারণ নাগরিকদের।
পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কিরা
ইউক্রেনের এমপি পদে নির্বাচিত হওয়ার আগে কিরা রুদিক অ্যামাজন অনলাইন শপিং প্ল্যাটফর্ম রিংয়ের চিফ অপারেটিং অফিসার হিসেবেও কাজ করেছেন।এবং রুডিক সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়ে তিনি শেয়ার করেছেন তার ছবি। এরপর তার ছবিটি ব্যাপকব্যাপকভাবে ভাইরাল হয় নেটমাধ্যমে। এই বিষয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কিরা জানিয়েছেন, ”আমি খুব খুব রেগে গিয়েছিলাম যখন যুদ্ধটা শুরু হল। আর এখনও অত্যন্ত রেগে রয়েছি। আমি এখনও বুঝতে পারছি না কেন আমাদের প্রতিবেশী দেশ রাশিয়া ও পুতিন ইউক্রেনের অস্তিত্বকেই অস্বীকার করছেন। এবং আমি আরও বেশি রেগে গিয়েছি নিজের শহর ছাড়ার উপক্রম হয়েছে বলে। আমার পরিবারও হুমকির মুখে পড়েছে। আর এই সবই ঘটছে একজন উন্মাদ একনায়কের ইচ্ছেতে!” পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে ( Russia-Ukraine war ) রীতিমতো ক্ষোভে ফুঁসছেন ইউক্রেনের পার্লামেন্টেরিয়ান।
আরও পড়ুন – Bengal municipal election : তৃনমূল বিরোধী চিত্র তুলে ধরতেই, মার খেতে হল সাংবাদিকদের
দেশের সেবায় জীবন দিয়েও পিছপা হবেন না কিরা
কিয়ারা জানিয়েছেন, কেবল তিনি ও তাঁর পুরুষ সঙ্গীই নন। তাঁর বহু সাথীই হাতে বন্দুক তুলে নিয়েছেন পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁরা সকলে মিলে ক্ষোভে ফুঁসছেন পুতিনের বিরুদ্ধে। কিয়ারার হুঁশিয়ারি, ”রুশ সেনাকে আমাদের দেশের মাটি ছেড়ে চলে যেতে হবেই। কেননা আমাদের দেশ স্বাধীন দেশ। আমরা এর সার্বভোমত্ব রক্ষা করবই। আমরা চাই এই ইউক্রেনেই আমার সন্তান বাস করুক। এই দেশ তো ওদের জন্য়ই গড়ে তোলা হয়েছে। জনৈক ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) জন্য নয়।” সাংসদ কিরা রুডিক আরও জানিয়েছেন, দেশের সেবায় জীবন দিয়েও পিছপা হবেন না তিনি।