Russian Vodka Ban : ইকোনমিতে নয় মদেই প্রভাব, বন্ধ হল রাশিয়ান ভোটকা

রাখী পোদ্দার, কলকাতা : ইতিমধ্যেই সারা বিশ্বে রেশ পরেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ( Russia Ukraine War)। প্রথম থেকেই রাশিয়ার ( Russia) প্রেসিডেন্ট ( President) ভ্লাদিমির পুতিন ( Vladimir Putin) বলে আসছেন জাতীয় স্বার্থে ইউক্রেনে ( Ukraine) সেনাবাহিনী পাঠাতে বাধ্য হয়েছেন তিনি। তবে এর ফলে যে শুধু ইউক্রেনকেই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তা না, ক্ষতির সম্মুখীন হতে হয়েছে রাশিয়াকেও। লক্ষাধিক রাশিয়ান সেনা প্রাণ হারিয়েছেন এরফলে। যুদ্ধের মাশুল দিতে হচ্ছে সে দেশের ধনকুবেরদেরও। প্রতিদিন কোটি কোটি ডলার হারাচ্ছেন তাঁরা। এবার যুদ্ধের রেশ এসে পড়েছে রাশিয়ান মদের উপর ( Russian Alcohol)। রাশিয়ার বিরুদ্ধে একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা ( US)। রবিবার এই দুই দেশ নিষিদ্ধ করেছে রাশিয়ান মদের ( Russian Vodka Ban) ব্রিক্রি। এই দুই দেশের মদের দোকান কিংবা বারেও আর পাওয়া যাবে না এই রাশিয়ান মদ বা ভোটকা। রাশিয়ার এই আগ্রাসী মনোভাব এবং যুদ্ধের ( Russia Ukraine War) বিরোধিতায় রাশিয়ান মদের ( Russian Vodka Ban) ব্যবসাও হচ্ছে ক্রমশ নিম্নমুখী।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ( Russia Ukraine War) মূল্য হিসেবে পরিশোধ করতে হচ্ছে রাশিয়ান মদের মাধ্যমে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার ( Canada) বেশ কয়েকটি রাজ্য রাশিয়ান ব্র্যান্ডের মদ ( Russian Vodka Ban) করেছে বয়কট। আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দেন রাশিয়ান ব্র্যান্ড এবং রাশিয়ায় তৈরি কোনও মদ রাষ্ট্র-চালিত ওয়াইন আর ব্রিক্রি করা যাবে না এই দেশে। রাশিয়ান মদ বয়কটের ( Russian Vodka Ban) কথা জানিয়েছেন, ওহাইও গভর্নর রাশিয়ান স্ট্যান্ডার্ডও। পশ্চিমি দেশগুলির বিরোধিতা এবং লাগাতার হুমকির পরেও ইউক্রেনে আক্রমণ ( Russia Ukraine War) চালিয়ে যাচ্ছেন রাশিয়া। ইউক্রেনের উপর উত্তর, দক্ষিণ এবং পূর্ব দিক থেকে আক্রমণ ( Russia Ukraine War) চালিয়েছে রাশিয়া। সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, এই সংঘাতের মধ্যে, নিউফাউন্ডল্যান্ড এবং ম্যানিতোবার মদের দোকানগুলি জানিয়েছে রাশিয়ান মদের বিক্রি বন্ধ ( Russian Vodka Ban) করে দিচ্ছে তাঁরা।
বিজেপির অন্দরেই শেয়ানে-শেয়ানে লড়াই, সুকান্তর ডাকা ধর্মঘট প্রত্যাহারের আবেদন শুভেন্দুর মুখে
ইতিমধ্যেই অন্টারিওর ৬৭৯টি মদের দোকান থেকে রাশিয়ান ভোটকার বোতল সরিয়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালে কানাডা প্রায় ২৯ কোটি টাকার রাশিয়ান ভোটকা ( Russian Vodka Ban) আমদানি করেছে। পরিসংখ্যান অনুযায়ী, কানাডায় হুইস্কি ( Whiskey), স্ট্যাটসস্কানের ( Statscan) পরই সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এই রাশিয়ান ভোটকা।