হদিশ মিললো টাইটানিকের মেনু কার্ডের, উঠল নিলামে
এই ডুবে যাওয়া জাহাজটির 'মেনু কার্ড' পাওয়া যায়। এখানেই শেষ নয়, এবার এই জনপ্রিয় জাহাজটির 'মেনু কার্ড'এর একটি বিশাল অর্থ উঠলো নিলামে।

লন্ডন: ‘টাইটানিক’ (Titanic)! এই নামটি শুনলেই চোখের সামনে সবার প্রথমেই ভেসে ওঠে ১৯৯৭ সালের লিওনার্দো ডি ক্যাপ্রিও (Leonardo Di Caprio) এবং কেট উইন্সলেটের (Kate Winslet) সেই বিখ্যাত রোম্যান্টিক ছবি (Romantic Movie)। তবে সিনেমা নয়, বাস্তবে টাইটানিক নামে একটি জাহাজ (Ship) সত্যিই ছিল, যার পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়। আইসবার্গের (Iceberg) সঙ্গে ধাক্কা খেয়ে এই জাহাজটি অবশেষে ডুবে যায় (Ship Sinking) এবং মৃত্যু হয় ৫ জনের, এমনটাই জানা গিয়েছিল শেষ খবর অনুযায়ী। তবে ১০০ বছর বাদে হদিস মিললো টাইটানিকের একটি বিশেষ জিনিস। দীর্ঘ সময়ের পর পাওয়া গেল এই ডুবে যাওয়া জাহাজটির ‘মেনু কার্ড’ (Menu Card)। এখানেই শেষ নয়, এবার এই জনপ্রিয় জাহাজটির ‘মেনু কার্ড’এর একটি বিশাল অর্থ উঠলো নিলামে (Auction)।
দীর্ঘ সময়ের পর উদ্ধার হওয়া ‘মেনু কার্ড’ দেখে বোঝা যাচ্ছে, আয়োজন ছিল রাজকীয়। কি কি পাওয়া যেত? তালিকায় ছিল অয়েস্টার (Oyster), স্যামন (Salmon), বিফ(Beef), স্কোয়াব (Scuab), ডাক (Duck), চিকেন (Chicken), পার্সনিপ পিউরি (Personip Purie), ভিক্টোরিয়া পুডিং (Victoria Pudding), ইত্যাদি। জানা গিয়েছে, এতদিন বাদে সেই সাদা ‘মেনু কার্ড’ এখন লাল হয়ে গেছে, তবে নামগুলো পড়া যাচ্ছে স্পষ্ট। কার্ডের ডানদিকে লেখা তারিখ, এপ্রিল ১১, ১৯১২। এবার সেই ‘মেনু কার্ড’ লন্ডনে (London) নিলামে ওঠে। দাম ওঠে ৮৩ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ৮৪.৫ লাখ টাকা।
উল্লেখ্য, ‘টাইটানিক’ একটি ব্রিটিশ (British) জাহাজ। পুরো নাম ‘আরএমএস টাইটানিক’ (RMS Titanic)। ‘হোয়াইট স্টার লাইন’ (White Star Line) এই জাহাজটির কাজ শুরু করে ১৯০৭ সালে এবং সম্পন্ন করে ১৯১২ সালে। জাহাজটি নিজের যাত্রা শুরু করে ১৫ এপ্রিল ১৯১২ সালে সাউথহ্যাম্পটন (Southampton) থেকে। ‘নিউ ইয়র্ক সিটি’ (New York City) যাওয়ার পথে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে (North Atlantic Ocean) ডুবে যায়। পরে এই ঘটনাটি নিয়ে ১৯৯৭ সালে একটি সিনেমাও তৈরি হয়।