“ছেলের জন্য ভীষণ চিন্তা হচ্ছে!” রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চিন্তার মেঘ এনেছে বাংলার মণ্ডল পরিবারে

বিশ্বে এখন বাজছে যুদ্ধের দামামা। রাশিয়ার ( Russia-Ukraine ) মুহুর্মুহু আক্রমণে বিধ্বস্ত গোটা ইউক্রেন। এই পরিস্থিতি ইউক্রেনের বহু বাসিন্দার মনেই দেখা গেছে চিন্তার মেঘ। তবে শুধুই যে ইউক্রেন এমনটা মোটেই নয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের চিন্তা বিষণ্ণতা এনেছে প্রায় ৬ হাজার কিলোমিটার দূরে অবস্থিত বসিরহাটের মণ্ডল পরিবারের মাথায়ও। কারণ, তাঁদের একমাত্র সন্তান ২২ বছরে অর্পণ মন্ডল বর্তমানে ইউক্রেনে পাঠরত। বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা শিক্ষক রামপদ মন্ডল ও চন্দনা মণ্ডলের এক মাত্র সন্তান অর্পণ মন্ডল তিন বছর আগে ২০১৯ সালে তার মেডিক্যালের পড়াশোনা করতে পাড়ি দিয়েছিল দুরের দেশ ইউক্রেনে। আপাতত, সে ইউক্রেনের দিনাপ্রো পেট্রোভ্যাক্স শহরে রয়েছে। এবং সেই শহরের দিনাপ্রো পেট্রোভ্যাক্স মেডিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করছে।

বৃহস্পতিবার সকালে রাশিয়া যখন ক্রমাগত ইউক্রেনের ( Russia-Ukraine ) উপর হামলা চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায়, হাজার হাজার কিলোমিটার দূরে তার পরিবারে মনে তৈরি হয়েছে চিন্তার মেঘ। বারংবার নিজেদের এক মাত্র সন্তানের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে যাচ্ছে সে। ইতিমধ্যে ভারতীয় দুতাবাসের সহযোগিতায় বেশ কিছু পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরতে সফল হয়েছেন। কিন্তু রাশিয়ায় হামলার পর সেখানে এয়ার ইন্ডিয়ার একটি বিমান না বাধ্য হয়ে বিনা যাত্রী সহই ফিরে চলে আসে। আর যার জেরে আটকে যায় অর্পণের মতো একাধিক ছাত্রছাত্রী।

Russia-Ukraineএই প্রসঙ্গে অর্পণ এদিন জানায়, “গত কাল রাত থেকে সেখানে বম্বিং শুরু হয়েছে। এখনও পর্যন্ত সেখানে পরিস্থিতি যথেষ্ট ( Russia-Ukraine ) ভয়ানক। তারা তাদের ছাত্রাবাসের রয়েছে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে।” তার সংযোজন, “ভারতীয় দুতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে প্রতি নিয়ত। ইতিমধ্যে অধিকাংশ ছাত্রছাত্রীর বিমানের টিকিট বাতিল করে দেওয়া হয়েছে। তবে এখানে পরিস্থিতি বিশেষ আতঙ্কের নেই।” অপরদিকে, চিন্তা ঘুম কেড়েছে মণ্ডল পরিবারের। এদিন অর্পণের মা কাতর গলায় সংবাদমাধ্যমকে জানান, “ছেলের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। প্রতি মুহূর্ত কাটছে ভয়ে ভয়ে।”

আরও পড়ুন…Tathagata Mukherjee-Deblina Dutta : বিচ্ছেদ ভুলে গিয়ে ফের একসঙ্গে প্রাক্তন জুটি ! বিপননী সংস্থার প্রচারে আবারো ঘনিষ্ঠ হল দেবলিনা-তথাগত

পাশাপাশি, অর্পণের মতোই বাংলার আরও এক পড়ুয়া পাড়ি দিয়েছিল ( Russia-Ukraine ) ইউক্রেনে। গোবরডাঙার বেরগুমের বাসিন্দা স্বাগতা সাধুকা। অর্পণের মতোই মেডিক্যালের পড়াশোনা করতে দূর দেশে পাড়ি তার। যেভাবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে তাতে রীতিমতো চিন্তায় রয়েছে স্বাগতার আত্মীয়-স্বজনরা। প্রসঙ্গত, ভারতীয় সময় সকাল ৮ নাগাদ ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তিনি ইউক্রেনের সেনাকে অস্ত্র ছাড়ার কথাও বলেন। এদিকে একইসময়ে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার বৈঠক চলছে রাষ্ট্রপুঞ্জে।




Leave a Reply

Back to top button