Volodymyr Zelenskyy Dance যুদ্ধ আবহেই শোরগোল নেট দুনিয়ায়, মুহূর্তেই ভাইরাল ইউক্রেনের প্রেসিডেন্টের নাচের ভিডিও

রিমা শিয়ালী, কলকাতা: গোটা ইউক্রেনে ( Ukraine ) জ্বলছে যুদ্ধের আগুন। গত ২৪ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ( Russia-Ukraine War ) ঘোষণা করে। আর সেই থেকেই টানা তিন দিন ধরে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে অভিযান চালিয়ে যাচ্ছে। ফলস্বরূপ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্থ হচ্ছে বহু জনগণ। ইউক্রেনের সামরিক বাহিনীও প্রতিরক্ষার চেষ্টা চালাচ্ছে। সাথে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি তার দেশে চলমান রাশিয়ান আগ্রাসনের মধ্যেও দৃঢ়তা এবং সাহসের সাথে নিজের দেশকে নেতৃত্ব দিচ্ছেন। তবে এসব কিছুর মধ্যেই নেট জগতে ভাইরাল হয়ে গেছে একটি ভিডিও। সম্প্রতি রাষ্ট্রপতি ভলোদিমিরের পুরাতন একটি নাচের ভিডিও ( Volodymyr Zelenskyy Dance ) নিয়েই চর্চায় মুখর গোটা বিশ্ব।
পূর্ব থেকেই জনপ্রিয় ছিলেন ভলোদিমির
২০০৬ সালে একটি ডান্স রিয়ালিটি শো তে অংশগ্রহণ করেন ভলোদিমির জেলেনস্কি। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি হওয়ার আগে থেকেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। আর তখনের সময়ের তারকাদের সাথে নাচের মঞ্চে পারফর্ম করা রাষ্ট্রপতির একটি ভিডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়ে গেছে। ক্লিপটিতে তাকে তার নৃত্যসঙ্গী ওলেনা শপটেনকোর সাথে নাচ প্রদর্শন করতে দেখা গেছে। যা দেখে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। ভলোডিমিরের অপূর্ব নৃত্য শৈলী বর্তমানে জয় করছে সমগ্র ইন্টারনেট।
আরও পড়ুন: Russia-Ukraine War : ২দিন আগেও জামা সেলাই করতেন, আজ বানাচ্ছেন বাঙ্কার! যুদ্ধের কি নিষ্ঠুর পরিহাস
টুইটারে ভাইরাল ভিডিও
সম্প্রতি টুইটারে পোস্ট হওয়া ভলোডিমিরের নাচের ভিডিওটিতে দেখা যায় যে ২০০৬ সালে সেই ডান্স রিয়েলিটি শো এর শুরুর সিজনে ভলোডিমিরকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল। আর বিভিন্ন তারকাদের সাথে জেলেনস্কির নাচের ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার কিছু মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। মুহূর্তেই এক মিলিয়ন ভিউ হয় ভিডিওটিতে। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে বিভিন্ন ধরনের মন্তব্য। সকলেই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে হঠাৎই উঠে আসা ইউক্রেনের রাষ্ট্রপতির পুরনো নাচের ভিডিও দেখে চমকে যায়। ভিডিওটি দেখে বিভিন্ন টুইটার ব্যবহারকারী বিভিন্ন রকম মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী বলেন যে তার মনে হয় জেলেনস্কির এই নতুন রূপ দেখে অধিকাংশ মহিলাই হয়তো তার প্রতি আকর্ষিত হয়েছে। অপর একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেন সত্যিই পৃথিবীতে কি এমন কিছু জিনিস রয়েছে যা জেলেনস্কি করতে পারেন না?! এছাড়াও অন্যান্য অনেক মন্তব্য দেখে এটাই বোঝা যায় জেলেনস্কির নতুন রূপে সবাই প্রায় মুগ্ধ। রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের মধ্যে এই ভিডিওটি সকলের মনে অন্যরকম প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: Russia-Ukraine War লক্ষাধিক মৃত্যু সত্ত্বেও যুদ্ধ থামাতে নারাজ রাশিয়া, বেরিয়ে পড়ল গোপন নথি