Year Ender 2021: সংঘাত থেকে বৈঠক, বিশ্ব কাঁপানো কিছু সেরা রাজনৈতিক মুহূর্ত

বছর শেষ হতে আর বাকি নেই বেশি দিন। ২০২১ পেরিয়ে এবার আসতে চলেছে ২০২২, নতুন বছর সাথে নতুন কিছু আশা। এই আশা যে শুধুই সাধারণ চাওয়া পাওয়ার এমনটা মোটেই নয়। এই আশার মধ্যেই অনেকেই বাঁচিয়ে রেখেছে তাঁদের নিজেদের রাজনৈতিক চাওয়া পাওয়াকেও। ২০২১-এর রাজনৈতিক প্রেক্ষাপট বড়ই দৃষ্টান্তহীন। চলতি বছরে হওয়া বেশ কিছু রাজনৈতিক ঘটনা যা মানুষকে নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে।

Politics,World Politics,Modi,Joe Biden,Kamala Harris,Taliban,Farmers Protest,রাজনীতি,বিশ্ব রাজনীতি,২০২১,কমলা হ্যারিস,জো বাইডেন,নরেন্দ্র মোদী,তালিবান,কৃষক আন্দোলন,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বিশ্ব রাজনীতির খবর,চলতি বছরের বিশ্ব রাজনীতি,মার্কিন রাষ্ট্রপতি,yearender 2021,Top political events of 2021,2021 politics,2021 world developments,US Capitol riots,farm laws repeal,PM Modi

উপরাষ্ট্রপতি পদে কমলা হ্যারিস: মার্কিন মুলুকে বা বলা চলে আমেরিকার রাজনীতিতে ভারতীয় বংশোদ্ভূত নারীর উত্থান চমকে দিয়েছে গোটা বিশ্ববাসীকে। চলতি বছরে আমেরিকায় নির্বাচনে ডোনাল্ড ট্র্যাম্প(Donald Trump)-কে হারিয়ে মার্কিন রাষ্ট্রপতি(American President) হিসাবে নির্বাচিত হন জো বাইডেন(Joe Biden)। আর সেই নির্বাচনে মার্কিন উপরাষ্ট্রপতি পদে জয়ী হন কমলা হ্যারিস(Kamala Harris)।

জয় লাভের পরই তিনি নিজের মা-এর কোথা উল্লেখ করতে গিয়ে নিজের আসল পরিচয় দেন। সেখানেই সকলের সামনে উঠে আসে এই নজিরবিহীন তথ্য। তিনি জানান, তিনি আসলে ভারতের(India) দক্ষিণী রাজ্য(South Indian State) তামিলনাডু(Tamilnadu)-র বাসিন্দা। তাঁর অনেক অল্প বয়সেই তাঁর মা-এর সঙ্গে তিনি আমেরিকায় চলে আসেন।

Politics,World Politics,Modi,Joe Biden,Kamala Harris,Taliban,Farmers Protest,রাজনীতি,বিশ্ব রাজনীতি,২০২১,কমলা হ্যারিস,জো বাইডেন,নরেন্দ্র মোদী,তালিবান,কৃষক আন্দোলন,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বিশ্ব রাজনীতির খবর,চলতি বছরের বিশ্ব রাজনীতি,মার্কিন রাষ্ট্রপতি,yearender 2021,Top political events of 2021,2021 politics,2021 world developments,US Capitol riots,farm laws repeal,PM Modi

মার্কিন ক্যাপিটালে হামলা: জানুয়ারি ৬, মার্কিন নির্বাচন শেষ হয়ে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসাবে মর্যাদা পেয়েছেন জো বাইডেন। এরপরই এক উত্তাল পরিস্থিতির সূত্রপাত ঘটে আমেরিকা জুড়ে। ডোনাল্ড ট্র্যাম্পের সমর্থকরা হামলা করে বসে আমেরিকার ক্যাপিটাল হিলে অবস্থিত মার্কিন ক্যাপিটালে। এটি যে শুধুই একটি আমেরিকার প্রশাসনিক মহল এমনটা মোটেই নয়। ক্যাপিটাল হিলে অবস্থিত এই বাড়িটি আমেরিকার গর্ব, তাঁদের আভিজাত্যের প্রতীক এটি।

ডোনাল্ড ট্র্যাম্পের উস্কানিতে তার সমর্থকদের ক্যাপিটালে আক্রমণ গোটা বিশ্বের সামনে একটি নজীরবিহীন ঘটনা। বিশ্ববাসীর সামনে ফুটে ওঠে গণতন্ত্রের একটি অন্ধকার দিন। যা ভুলবার নয়।

Politics,World Politics,Modi,Joe Biden,Kamala Harris,Taliban,Farmers Protest,রাজনীতি,বিশ্ব রাজনীতি,২০২১,কমলা হ্যারিস,জো বাইডেন,নরেন্দ্র মোদী,তালিবান,কৃষক আন্দোলন,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বিশ্ব রাজনীতির খবর,চলতি বছরের বিশ্ব রাজনীতি,মার্কিন রাষ্ট্রপতি,yearender 2021,Top political events of 2021,2021 politics,2021 world developments,US Capitol riots,farm laws repeal,PM Modi

তালিবানদের আফগানিস্তান দখল: যখন বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি খানিকটা শান্ত, এমতাবস্থায় হটাৎই উত্তপ্ত হয়ে ওঠে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান। সেখানে ফের একবার মাথা চাড়া দিয়ে ওঠে তালিবানি সন্ত্রাস। মদত দেয় পাকিস্তান ও আরও কিছু ইসলামিক দেশ। তল্পিতল্পা গুটিয়ে তালিবানি হাত থেকে নিজেদের বাঁচাতে নিজ দেশেই ফিরে যায় মার্কিন সেনা। সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করে এক হত্যাপুরীর রূপ ধারণ করে আফগানিস্তান। তালিবানি হাত থেকে নিজের জীবনকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে আফগানিস্তানবাসী। অবশেষে বছর ২০ পর ফের আফগানিস্তানকে ফের নিজেদের দখলে নিয়ে তালিবানরা।

Politics,World Politics,Modi,Joe Biden,Kamala Harris,Taliban,Farmers Protest,রাজনীতি,বিশ্ব রাজনীতি,২০২১,কমলা হ্যারিস,জো বাইডেন,নরেন্দ্র মোদী,তালিবান,কৃষক আন্দোলন,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বিশ্ব রাজনীতির খবর,চলতি বছরের বিশ্ব রাজনীতি,মার্কিন রাষ্ট্রপতি,yearender 2021,Top political events of 2021,2021 politics,2021 world developments,US Capitol riots,farm laws repeal,PM Modi

মোদী-বাইডেন বৈঠক: রাজনীতির ময়দানে প্রয়োজন আলাপচারিতা। এই আলাপচারিতা হবে সৌভ্রাতৃত্বের দিক থেকে একটি রাজনৈতিক আলাপ। যার মাধ্যমে তৈরি হবে একটি রাজনৈতিক বন্ধন ও মিত্রতার। আর এই মিত্রতার হাত বাড়িয়েই সেপ্টেম্বর মাসে আমেরিকার দিকে পা বাড়ালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Prime Minister Narendra Modi)। বৈঠকে বসলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন(American President Joe Biden)। তবে এই রূপ ঘটনা নতুন নয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্পের দিকেও তিনি বন্ধুত্বের হাত এগিয়ে দিয়ে ছিলেন। মার্কিন নির্বাচনে তাঁর পরাজয়ের পর ফের একবার বন্ধুত্বের হাত বাড়াতে আমেরিকার দিকে চলে গেলেন প্রধানমন্ত্রী।

করোনা অতিমারির পর এটাই প্রথম বিদেশ সফর। এই গোটা সফরে একাধিক বৈঠকে যোগ দেন তিনি। পিএমও(PMO) সূত্রে জানা গিয়েছে, তাঁর ৬৫ ঘণ্টার সফরে প্রতি বৈঠকে একসঙ্গে ২০ জনের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী।

Politics,World Politics,Modi,Joe Biden,Kamala Harris,Taliban,Farmers Protest,রাজনীতি,বিশ্ব রাজনীতি,২০২১,কমলা হ্যারিস,জো বাইডেন,নরেন্দ্র মোদী,তালিবান,কৃষক আন্দোলন,বাংলা খবর,খবর,রাজনীতির খবর,বিশ্ব রাজনীতির খবর,চলতি বছরের বিশ্ব রাজনীতি,মার্কিন রাষ্ট্রপতি,yearender 2021,Top political events of 2021,2021 politics,2021 world developments,US Capitol riots,farm laws repeal,PM Modi

কৃষি বিল-আইন-আন্দোলন-প্রত্যাহার:  সংসদে কৃষি বিল(Farmers Bill) থেকে আইনে(Law) পরিণত হওয়ার পরই দেশ জুড়ে তৈরি হয় এক উদ্বেগজনক পরিস্থিতি। আইন প্রত্যাহারের দাবি নিয়ে দিল্লি সীমানায়(Delhi Border) আন্দোলনে বসে কৃষকরা(Farmers)। একটা পরিবর্তনের আভার দেখা মেলে দেশের রাজনীতিতে। কৃষক আন্দোলনে(Farmers Protest) যুক্ত হতে শুরু করে একের পর এক মানুষ। নানা ভাবে এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হলেও ব্যর্থতাই ফলাফল হয়ে দাঁড়ায়। শাসকের শোষণকে ছুঁড়ে ফেলে দেয় কৃষকেরা, তৈরি করে এক নতুন ইতিহাস।

আন্দোলনের তীব্রতাকে বেশি দিন উপেক্ষা করে থাকতে পারেন না প্রধানমন্ত্রী। একটা গোটা বছর ধরে আন্দোলন চলার পর গত ৬ নভেম্বর দেশের উদ্দেশ্যে ভাষণে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করেন। জয় হয় আন্দোলনের, জয়ী হয় কৃষকেরা।




Back to top button