Abhishek Banerjee: অভিষেক নৈহাটির বড়মার মন্দিরে পূজা এবং আরতি সারলেন

কালীপুজোয় আসবেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। এদিন বিকেল ৩:৫০ নাগাদ তিনি আসেন নৈহাটি বড়মা মন্দিরে..

নৈহাটি: বড়মা মন্দিরে পুজো করতে নৈহাটিতে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। এদিন মন্দিরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক ও সাংসদ অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বড়মার মন্দির উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি উপস্থিত হতে না পারলেও ধন্যবাদ পত্র লিখেছেন। তিনি কালী পূজায় (Kali Pujo) আসবেন বলে জানিয়েছিলেন । ওই দিন বিকেল ৩:৫০ দিকে তিনি মন্দিরে আসেন। গত দুদিন ধরে বড়মা পরিদর্শনে এসেছে বিশাল জনতা। আজকের দিনটাও আলাদা ছিল না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়,তৃণমূল,নৈহাটির বড় মা,Abhishek Banerjee,Abhishek Banerjee news,Abhishek Banerjee TMC,naihati boroma mandir,naihatiনৈহাটি (Naihati) বড়মা কালীপুজা গত কয়েকদিন ধরে ব্যাপক ভিড় আকর্ষণ করে। মঙ্গল ও বুধবার মন্দিরের মাঠে প্রচুর লোক সমাগম হয়। এছাড়াও, অমাবস্যা তিথিতে মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এদিকে মন্দিরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো করার কথা থাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের পূজা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। একদিকে মন্দিরের শতবর্ষ ও নতুন মন্দিরের উদ্বোধন। নতুন প্রতিমা প্রতিস্থাপনের কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর ভক্ত সংখ্যা অনেক বেশি। তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে ৭ নভেম্বর নৈহাটি বড়মা মন্দিরে (Boroma Mandir) একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলায় এই কালী পুজো ঘিরে একেবারেই অন্যরকম উত্তেজনা। বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়। অমাবস্যায় একটি বিশেষ পূজার আয়োজন করা হয়।




Leave a Reply

Back to top button