Anupam Roy Divorce: কেন ঘর ভাঙল অনুপমের, প্রাক্তন স্ত্রী পিয়ার পেশা-জীবন সম্পর্কে জেনে নিন

বৃহস্পতিবার দুপুরে নিজেদের বিবাহ-বিচ্ছেদের কথা ট্যুইট করে জানিয়েছেন খ্যাতনামা গায়ক অনুপম রায় ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী। তাঁদের দুজনের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করে তাঁরা দুজনেই বলেছেন, স্বামী-স্ত্রী নয়। এখন থেকে তাঁরা পরস্পরের কাছের বন্ধু। স্বভাবতই পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে অনুপম অনুরাগীদের মধ্যে একের পর এক জল্পনা তৈরী হয়েছে। টলিউডের চিরকালীন এই হ্যাপি-কাপলকে অনেকেই তাঁদের স্বাধীন নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানালেও তাঁদের একসঙ্গে দেখার বাসনাও জানিয়েছেন অনেকেই।

অনুপম রায়কে আমরা কমবেশি সকলেই চিনলেও, তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী সম্পর্কে খুব একটা সম্যক ধারণা আমাদের অনেকেরই নেই বললেই চলে। অনুপমের মতনই পিয়াও সঙ্গীত জগতের সঙ্গেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আজ আমরা জেনে নেব অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী তথা বর্তমানের ‘কাছের বন্ধু’ পিয়া চক্রবর্তী সম্পর্কে।

Anupam Roy's Divorce,Tollywood's Bangla Khabar,Singer Anupam Roy,Anupam's Wife Pia,Bangla Entertainment News,অনুপম রায়ের ডিভোর্স,টলিউডের বাংলা খবর,গায়ক অনুপম রায়,অনুপমের স্ত্রী পিয়া,বাংলা বিনোদনের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অনুপম আর প্রেসিডেন্সি কলেজের ছাত্রী পিয়া চক্রবর্তী।অনুপমের ভাষায়, “হোয়েন জেইউ মেট প্রেসিডেন্সি”। কলেজ জীবনেই তাঁদের দুজনের প্রথম আলাপ। বাংলা ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’-র প্রতি দুজনেরই সমান ভালোবাসা থেকেই এক বসন্তের বিকালে কর্নফিল্ড রোডে তাঁদের প্রথম দেখা হয়েছিল। ‘চতুষ্কোণ’ ছবিতে অনুপম রায়ের ‘বসন্ত এসে গেছে’ গানটি তাঁদের প্রথম দেখার কথা মনে করেই লিরিক্স বানিয়েছিলেন অনুপম।

বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেম, তারপর দীর্ঘ প্রেমজীবনের পর ২০১৫ সালের ৬ই ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন অনুপম-পিয়া। গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের পিএইচডির ছাত্রী পিয়া সঙ্গীত জগতেও দাপিয়ে কাজ করে চলেছেন বেশ কয়েক বছর ধরেই। অনুপম রায়ের পরিচালনায় একটি একক রবীন্দ্র-গীতির অ্যালবামও আছে পিয়ার। এই বছরের সেপ্টেম্বরের শেষের দিকেই অনুপমের সঙ্গে স্টেজ শেয়ার করেই “তোমার অসীমে” নামের একটি গান লঞ্চ করেন পিয়া। ‘ফাইভ এম এম ইন দ্য রক’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এর আগেও অনেকবার একসঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন এই যুগল। সম্প্রতি ‘জলছবি’ ও ‘সকাল এক জাহাজ ভরা’ নামের দুটি অ্যালবামও লঞ্চ করেছেন পিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

পড়াশোনা আর সঙ্গীতের পাশাপাশি সমাজের কাজেও যুগ্মভাবে এগিয়ে এসেছিলেন অনুপম-পিয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ও ‘ইয়াস’ বিপর্যয়কালে বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছিলেন দুজনেই। ২০১৬ সালে ‘দ্য টেলিগ্রাফ’-এ দেওয়া একটি সাক্ষাৎকারে পিয়া বলেছিলেন, “আমাদের দুজনের মধ্যে অনেক মিল। আমরা দুজনেই চশমা পরা নির্বোধ মানুষ… অন্যান্য জিনিসের মধ্যে যা আমাদের একত্রিত করেছিল, তা হল চন্দ্রবিন্দুর (একটি বাঙালি ব্যান্ড) প্রতি আমাদের ভালবাসা।”

আরও পড়ুন – ফের বিচ্ছেদের সুর টলি পাড়ায়! স্ত্রী এখন শুধুই বন্ধু, ডিভোর্স অনুপমের

কিন্ত এত মিল, দীর্ঘদিনের এত গভীর বন্ধুত্ব, ছ’বছরের বৈবাহিক জীবন সবকিছুতে ইতি টেনে অনুপম নিজের গাওয়া গানেই কি পা বাড়ালেন নিজের স্বাধীন জীবনের পথে -“আমাকে আমার মত থাকতে দাও, আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি”?




Back to top button