বিমান বসুর কাছে আম খাওয়ার আবদার বুদ্ধবাবুর, রাইস টিউব নয়, মুখ দিয়েই খেতে চান

হাসপাতালের বেডে বসে সহকারির সঙ্গে গল্পগুজব করছেন

কৌশিক, কলকাতা: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের। আচ্ছন্নতাভাব আর নেই। তবে এখনও বাইপ্যাপ সার্পোটে রয়েছেন। রাইস টিউব দিয়েই খাওয়ানো হচ্ছে। কিন্তু এসব আর না পসন্দ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এদিন তাঁর সঙ্গে বিমান বসু দেখা করতে এলে আম খাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন বুদ্ধদেব। স্পষ্ট জানান, রাইস টিউব নয়, মুখ দিয়েই খেতে চান তিনি। আর খেতে চান আম।

তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনই আম খেতে দেবেন না চিকিৎসকরা। তাঁরা বলছেন, সেই পরিস্থিতি নেই। তবে নিজের ইচ্ছে-অনিচ্ছের কথা বুদ্ধবাবু যে স্পষ্ট প্রকাশ করছেন, এতে খুশি তাঁরা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘স্পিচ অ্যান্ড সোয়ালো রিহ্যাবিলিটেশন থেরাপিস্ট’ দেখে গিয়েছেন, কিছু খেলে তাঁর বিষম লাগতে পারে কিনা। তবে চিকিৎসক সূত্রে খবর, রাইস টিউব এখনই খোলা হবে না।

Buddhadeb Bhattacharya,Kolkata,Mango,Woodland Hospital

চিকিৎসকরা বলছেন, গত শনিবার যে পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, এখন অবস্থা তাঁর থেকে ভালো। বুদ্ধবাবু বেডে উঠে বসছেন অক্সিজেন চলছে। হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়ায় তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। সহকারীদের সঙ্গে গল্পগুজবও করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা এলেই তাঁদের কাছে বায়না করছেন, ‘আমায় এবার ছেড়ে দিন…’।

বুধবার সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বুদ্ধবাবু। তাঁকে বিমান বসুও দেখতে গিয়েছিলেন। তাঁর সঙ্গেও কথা হয়। এরপর মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হয় চিকিৎসকদের। সেখানে সূর্যকান্ত মিশ্রও উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে শনিবার পর্যন্ত অ্যান্টিবায়োটিক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইপ্যাপো চলবে। চারঘণ্টা বাইপ্যাপের পর একঘণ্টা বিশ্রাম।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসকরা জানিয়েছেন, এখন ‘ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ চলবে। এটা শুধু শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বৃদ্ধি নয়, হাঁটাচলার শক্তি বৃদ্ধিতেও সাহায্য করবে। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরও ফিজিওথেরাপি চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংক্রমণের মাত্রা কমলেও পুরোপুরি সংক্রমণমুক্ত নন বুদ্ধবাবু। তাই এখনই হাসপাতাল থেকে ছুটি পাবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। খেতে পাবেন না আমও।




Leave a Reply

Back to top button