Child trafficking- লাখ টাকায় পাচার হচ্ছে ছোট্ট ছোট্ট শিশু, হাওড়ার হোমের কাণ্ডকারখানায় তুলকালাম
অহেলিকা দত্ত, কলকাতা– হোম আসলে অনাথ শিশুদের আশ্রয়স্থল। কিন্তু সেই রক্ষকই যদি হয়ে ওঠে ভক্ষক। হাওড়ার (Howrah) মহিলা (Mahila) থানা অঞ্চলে একটি হোম রয়েছে। প্রতিদিনই সেখানে দত্তকি পরিবারদের আনাগোনা। এলাকার লোকেরা ভাবতেন, সত্যিই তো পুন্যের কাজ করছে এরা। অনাথ শিশুরা (children) একটা পরিবার পাচ্ছে, এর থকে পুন্য কিই বা হতে পারে। কিন্তু তারপরই সামনে আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। একদিন তিব্র বচসা (quarrel), চিৎকার চেঁচামেচির আওয়াজ। আর তাতেই সন্দেহ জাগে এলাকাবাসীর (Locals) মনে। একটু সজাগ থাকতেই বোঝা যেতে লাগল কিছু একটা গণ্ডগোল (Fishy) আছে। এলাকাবাসীরা পুলিশকে (Police) সবটা জানায়। আর তাতেই বেরিয়ে পড়ল, লাখ-লাখ টাকায় পাচার হচ্ছে ছোট্ট ছোট্ট দুধের শিশু (children)।
এমনই ঘটনার অভিযোগ ওঠে হাওড়ার এক হোমের বিরুদ্ধে। সুত্রের খবর ওই হোম থেকে নাকি বেআইনিভাবে শিশু দত্তক দেওয়া হতো। এই ঘটনার জেরেই একটি অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার মহিলা থানায়। উল্লিখিত হোমাটি চালাতেন এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসা শিশুদের ওই হোমে রাখা হতো। পুলিশের কাছে অভিযোগে দায়ের করা হয়েছে, মোটা টাকার বিনিময়ে ওই হোমের শিশুদের অনলাইনে দত্তক দেওয়া হতো। সুত্র মারফত জানা গেছে, দত্তক দেওয়ার জন্য নেওয়া হতো ৩ লাখ থেকে ৯ লাখ পর্যন্ত টাকা। এছাড়া শিশুদের যৌন নিগ্রহ করারও অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন – এক দশকে সেরা ১০টি ভুল মোদী সরকারের
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তি নবান্নতে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ করেন। তার পরই হাওড়া সিটি পুলিসের টনক নড়ে। হাওড়া সিটি পুলিসের কমিশনার সি সুধাকরের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশ। এর জেরে গত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় এর তদন্ত চলেছিল। পুলিশের তদন্তের জেরে পাঁচতলা ওই হোমের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী অধিকারীকেও গ্রেফতার করা হয়েছে। আবার গ্রেফতার করা হয়েছে একজন সরকারি আধিকারিকেও। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে, এর ফলস্বরূপ জানা যাবে এই ঘটনার শিকড় ঠিক কতদূর।