Covid update- করোনার দাপট অব্যাহত রাজ্যে, ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়ছে কলকাতায়
করোনা আবহে নাজেহাল সকলেই। দেশে করোনার দৈনিক সংক্রমণের ওঠানামা আজও অব্যাহত। দেশের অধিকাংশ রাজ্যেই (State) করোনা (corona) পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (health ministry)। তবে দক্ষিণের রাজ্য কেরল উদ্বেগ বাড়িয়েই চলেছে। এই মুহূর্তে দেশের সিংহভাগ করোনা রোগীই কেরলের ( kerala) বাসিন্দা। কেরলের পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও (Maharashtra)। ওই দুই রাজ্যের সঙ্গেই সংক্রমণ পরিস্থিতি মোকাবিলা নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে স্বাস্থ্যমন্ত্রক।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৮৮ জন। গতকালের তুলনায় যা সামান্য হলেও বেশি। তবে গতকালের চেয়ে এদিন করোনায় মৃতের সংখ্যা বেশ খানিকটাই বেড়েছে। একদিনে করোনার বলি প্রায় ৩১৩ জন। গতকাল এই সংখ্যা ছিল ২৬৭। তবে স্বস্তি মিলেছে অ্যাক্টিভ কেসে। তবে ৫৩২ দিনের মধ্যে এদিনই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস দেশে।
মোটের উপর একই রয়েছে করোনার দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ১ লক্ষ ২২ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৪১৩। তবে এর মধ্যে ৩ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৩৭ জন ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৫ হাজার ৬৬২ জন।
আরও পড়ুন- পছন্দের ক্রিকেটারদের সম্মান জানাতে নগ্ন হয়ে মাঠে
সংক্রমণে লাগাম টানতে দেশজুড়ে জারি রয়েছে টিকাকরণ অভিযান। এখনও পর্যন্ত যে রাজ্যগুলিতে টিকা নেওয়ার হার কম সেখানে টিকাকরণে গতি আনতে জোরদার তত্পরতা জারি রয়েছে কেন্দ্র। একাধিক রাজ্যে বাড়ি-বাড়ি ঘুরেও টিকাকরণ কর্মসূচি চলছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই দেশের ১১৬ কোটি ৫০ লক্ষ ৫৫ হাজার ২১০ জনের টিকাকরণ হয়েছে।