Coronavirus Update : অব্যাহত করোনার প্রকোপ, ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত দশ হাজারের বেশি, রইল সম্পূর্ণ আপডেট

রাজ্য জুড়ে করোনা সংক্রমণ ( Coronavirus Update ) এখন বেশ খানিকটা নিম্নমুখী। বছরের শুরুতে সংক্রমণ এক ধাক্কায় গগনচুম্বী হয়ে গেলেও এখন পরিস্থিতি বেশ খানিকটা শান্ত। স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯৫৯ জন। সাথে ৩৭ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে।
এদিন রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যা ১৭ হাজার ৮১৫। উল্লেখ্য, এতদিনে রাজ্যে জুড়ে মোট করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা ১৯ লক্ষ ৩৯ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৭ হাজার ৩৬৭টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১১ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ১৬.২৭ শতাংশ।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন নিম্নমুখী। কিন্তু সংক্রমণের ( Coronavirus Update ) এই নিম্নমুখী গ্রাফে তিলোত্তমা রয়েছে শীর্ষে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৫৯ জন। তবে স্বস্তির বিষয় এই যে সংক্রমণের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। এই সময়কালের ( Coronavirus Update ) মধ্যে সুস্থ হয়েছে ৫ হাজার ৩১৪ জন। রাজ্যের সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৪৭ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ১০৫জন।