বয়স সংখ্যা মাত্র! ৬০ বছরেও ‘কলকাতার রসগোল্লা’ তাক লাগালেন দেবশ্রী, সঙ্গী বাংলার ক্রাশ মদন মিত্র

রাখী পোদ্দার, কলকাতা : রবিবার জনপ্রিয় বাংলা চ্যানেল জি বাংলা ( Zee Bangla) অনুষ্ঠিত হয়েছে “সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২” ( Sonar Sansar Award 2022)। বিকেল ৫ টা বাজতে না বাজতেই দর্শকের নজর যেন আটকে ছিল এই প্রোগ্রামে ( Zee Bangla)। আর দর্শক অধীর আগ্ৰহে থাকবেই বা না কেন? প্রতিদিন সন্ধ্যায় যেসকল তারকারা সাধারণ মানুষদের আনন্দ দিয়ে তাঁরা কে কি অ্যাওয়ার্ড পেল তা দেখার জন্য উৎসাহি তো মানুষ হবেই। অনুষ্ঠানে ছিল বিপুল আয়োজন। আর তার সাথে ছিল নাম করা বিভিন্ন তারকাদের নাচের পারফরম্যান্স। এছাড়াও ছিল আবির ও অঙ্কুশের দূর্দান্ত সঞ্চালনা। যা এক্কেবারে মাতিয়ে রেখেছিল দর্শক মহলকে। তবে এই প্রোগ্রামে সাধারণ মানুষের নজর যে জিনিসটি বেশি কেড়েছে তা হল দেবশ্রী রায়ের ( Debashree Roy) অনবদ্য ডান্স পারফরম্যান্স।

 

৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দেবশ্রী রায় ( Debashree Roy)। বাংলা চলচ্চিত্র জগতে ডান্সিং ডিভা নামে পরিচিতা তিনি। তাঁর নাচের স্টেপ এবং তাঁর বিভিন্ন অঙ্গ ভঙ্গি যেন দর্শকদের সেই ছবি দেখার আকর্ষণীয়তা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। দীর্ঘ ১০ বছর বিধায়কের পদ সামলানোর পর অবশেষে গত বছর তিনি রাজনীতি থেকে বিদায় নিয়ে ফের অভিনয় জগতে পা রাখেন। তবে এইবার তিনি তাঁর এই অভিনয় যাত্রা শুরু করেন ছোটপর্দার মাধ্যমে। জি বাংলার “সর্বজয়া” ধারাবাহিকের মাধ্যমে তিনি ফের শুরু করেন তাঁর অভিনয় যাত্রা।

এবার বাংলা কাঁপাবে ওপার বাংলার মিথিলা! ‘Montu Pilot’এ বাদ সোলাঙ্কি, মুখ্য চরিত্রে সৃজিত পত্নী

Debashree Roy
Debashree Roy

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে রেখেছিলেন তিনি। যার প্রমাণ পাওয়া যায় “সর্বজয়া” ধারাবাহিকের টিআরপির প্রথম দিকের তালিকায়। যদিও এখনই টিআরপি তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে এই ধারাবাহিক। তবে সম্প্রতি জি বাংলার “সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২২” ( Sonar Sansar Award 2022) এ তাঁর ডান্স পারফরম্যান্স রীতিমতো তাক লাগিয়েছে দর্শক মহলে।

বড় পর্দা ওয়েব পর্দা ঘুরে সেই সিরিয়ালই ভরসা! ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে হাজির অলিভিয়া

Debashree Roy
Debashree Roy

৬০ বছর বয়সেও তাঁর এই অনবদ্য ডান্স মন কেড়েছে দর্শকের। প্রথমে “বাজলো যে ঘুঙরু” গানে গ্র্যান্ড এন্টি নিতে দেখা যায়। এরপর অভিনেত্রীকে সেই জনপ্রিয় গান “কলকাতার রসগোল্লা” গানে ঠুমকা লাগাতে দেখা যায়। তারপর তাঁর কালজয়ী গানের তিনি পা মেলাতে শুরু করেন। কলকাতার রসগোল্লা গানে তিনি নাচতেই মেতে ওঠেন দর্শকাসনে থাকা সকলে। ছন্দে মেতে ওঠেন স্বয়ং মদন মিত্র ( Madan Mitra)। লাল রঙের লেহেঙ্গাতে তাঁকে দেখাচ্ছিল এক্কেবারে অনবদ্য।

অপুকে তুড়ি মেরে জায়গা দখল ‘উড়ন তুবড়ি’র! এবার কার কপালে নাচছে শনি?

Debashree Roy
Debashree Roy

বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা তা যে কখনো কোনো মানুষের স্বপ্নের কাছে বাধা হয়ে দাড়ায় না তা আবারো প্রমাণ করলেন দেবশ্রী রায় ( Debashree Roy)। এই বয়সেও তাঁর অসাধারণ নাচ এবং এনার্জি দেখে নেটিজেনরাও আনন্দিত। দেবশ্রী রায়ের এই অনবদ্য ডান্স পারফরম্যান্স দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে কমেন্ট সেকশন। কারোর কারোর মতে তিনি এই বয়সেও তাঁর নাচের মাধ্যমে আচ্ছা আচ্ছা নায়িকাদের তাক লাগিয়ে দিতে পারেন। সম্প্রতি দেবশ্রী রায়ের ডান্স পারফরম্যান্সের ভিডিও জি বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে ( Facebook) শেয়ার করা হয়েছে।




Leave a Reply

Back to top button