দুর্গা পুজো ২০২৩ : দর্শণার্থীদের কথা ভেবেই সন্তোষ মিত্র স্কোয়ার এখনো খোলা রাখার সিদ্ধান্ত
দর্শনার্থীদের রেকর্ড ভিড় এবার সন্তোষ মিত্রা স্কোয়ারে! এখনো থাকবে খোলা এমনটাই জানালেন পুজো কমিটি

কলকাতা : প্রতিবছরই দুর্গাপুজোর মূল বিষয় হয়ে ওঠে কোন প্যান্ডেলে কি থিম প্যান্ডেল কর্তপক্ষ ভেবেছে । এই থিমের পূজো দেখতেই ভিড় করেন বহু মানুষ। বাচ্চা থেকে বয়স্ক সকলের এটাই উৎসাহ তাহলে যে কথার কত সুন্দর থিমের পুজো করা হয়েছে তারপরও তো রয়েছেই ভেতরের মণ্ডপ সজ্জা সহ দুর্গা প্রতিমার রূপ দর্শন।
তবে এবার যেনো রেকর্ড ভিড় হয়েছে কলকাতার নানান জায়গায়। পুজো শেষ হয়ে এলেও কমেনি ভিড়। দশমীর সকাল থেকে শুরু করে রাতের ভিড় চোখে পড়ার মতো। এর মধ্যে অন্যতম হলো সন্তোষ মিত্র স্কোয়ারের ‘ রামমন্দির ‘ । পুজোর শুরু থেকে নিয়ে শেষ অবধি সেখানে যেনো উপচে পড়া ভিড়। দিন যত এগিয়েছে ভিড় যেনো ততই বেড়েই চলেছিল এই পুজো মণ্ডপে। এই পুজোটি উদ্বোধনের জন্য এসছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সপ্তমীতে পুজো দেখতে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
কিন্তু যেমন অগাধ ভিড় তেমনই রয়েছে বহু বিতর্ক এই পুজো নিয়ে । ভিড় বাড়ার সাথে সাথে এক নয়া সমস্যারও দেখা মেলে এই পুজো মণ্ডপে। সেই ভিড়ের চাপেই সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ এমনই দাবি করেছেন সন্তোষ মিত্র স্কয়্যারের প্রধান কর্মকর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁর অভিযোগ, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ ।
কিন্তু দর্শণার্থীদের কে ঠেকায়। শত বাধা বিপত্তি কাটিয়ে দুর দুরন্ত থেকে বহু মানুষ ভিড় করেছেন রামমন্দির দেখার জন্য । তাই যারা ভাবছেন যে এত ভিড়ে পুজোর কটা দিন রামমন্দির দর্শন করতে যেতে পারেননি তাদের জন্য পুজো কমিটির তরফ থেকে আছে এক সুখবর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘২৬ অক্টোবর দ্বাদশী অবধি আমাদের পুজো মণ্ডপ খোলা রয়েছে। দ্বাদশী অবধি দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। দ্বাদশীর দিনই আমরা প্রতিমা বিসর্জন দেব।’