দুর্গা পূজা ২০২৩ : ঠাকুর দেখার উন্মাদনা তুঙ্গে । পঞ্চমীতেও কলকাতায় উপচে পড়া জনস্রোত
বর্তমানে তিলোত্তমার বুকে দুর্গা পুজোর উদ্বোধন মহালয়ার আগের থেকেই শুরু হয়ে যায় । কোথাও কোনো পুজোর উদ্বোধন করেছেন কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা - অভিনেত্রী আবার কোথাও খ্যাতনামা ফুটবল প্লেয়ার।

কলকাতা : বর্তমানে তিলোত্তমার বুকে দুর্গা পুজোর উদ্বোধন মহালয়ার আগের থেকেই শুরু হয়ে যায় । কোথাও কোনো পুজোর উদ্বোধন করেছেন কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা – অভিনেত্রী আবার কোথাও খ্যাতনামা ফুটবল প্লেয়ার।
সাংস্কৃতিক নিয়মকে ছাপিয়ে মহালয়ার আগেই থিমের পুজোগুলিকে দেখার সুযোগ করে দেওয়া হয়েছে হয়েছে জনগণের স্বার্থে। আরে সেইসকল পুজোগুলির মধ্যে শ্রীভূমি স্পোর্টিংয়ের পাশাপাশি দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল, সিংহী পার্ক, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, নাকতলা সার্বজনীনের মতো জনপ্রিয় পুজোগুলিতে লোকে লোকারণ্য।
এছাড়াও সোমবার কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনের জন্য এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধন পর্ব থেকে শুরু করে পঞ্চমিতেও সেখানে উপচে পড়া ভিড়।
এই জনস্রোতের কারণে নানা জায়গায় পড়ছে লাইনের পর লাইন আবার কোথাও কত পরিমাণ ভিড় হচ্ছে তা নিয়েই সরাসরি আগামী এক সপ্তাহ এই তথ্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে ‘লাইভ’ জানা যাবে ।
কলকাতা পুলিশের ফেসবুক পেজে বুধবার অর্থাৎ চতুর্থীর রাত থেকে এই সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। সেখানে দেওয়া আছে কলকাতার বড় বড় ১৬ থেকে ১৭টি পুজোর তালিকা। ধবার রাত ৯টা ১১ মিনিটের তালিকা অনুযায়ী, আহিরিটোলায় এক মিনিট, বাবু বাগানে তিন মিনিট, বোসপুকুর তালবাগানে চার মিনিট, চেতলা অগ্রনীতে নয় মিনিট, কলেজ স্কোয়ারে নয় মিনিট, দেশপ্রিয় পার্কে ১০ মিনিট, একডালিয়া এভারগ্রিনে ছয় মিনিট, কুমোরটুলি পার্কে ছয় মিনিট, মুদিয়ালি ক্লাবে এক মিনিট, নাকতলা উদয়ন সঙ্ঘে দুই মিনিট, সন্তোষ মিত্র স্কোয়ারে ১৮ মিনিট, শিবমন্দিরে ছয় মিনিট, সিংহী পার্কে দুই মিনিট, সুরুচি সঙ্ঘে ১৬ মিনিট, টালা প্রত্যয়ে ১৫ মিনিট এবং ত্রিধারা সম্মিলনী ছয় মিনিট লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে দর্শনার্থীদের।