এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির

তাঁর সল্টলেকের বিসি ব্লকের (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বাড়িতে সকাল হতেই হলো আচমকা হানা।

কলকাতা: মাত্র কয়েক ঘন্টা হলো পুজো মেটার। এবং তার মধ্যেই রাজ্যে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি। এবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর সল্টলেকের বিসি ব্লকের (বিসি ২৪৪ এবং বিসি ২৪৫) বাড়িতে সকাল হতেই হলো আচমকা হানা। জানা গিয়েছে, এই মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম ওঠে প্রাক্তন খাদ্যমন্ত্রীর। ধৃত বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনরকম যোগসূত্র রয়েছে কিনা, তার তদন্ত করছে ইডি আধিকারিকরা।

এখানেই শেষ নয়। জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি ছাড়াও এদিন ইডি আরও ৭টি জায়গায় আজ হানা দিয়েছে। তার মধ্যে একটি হলো তাঁর আপ্তসহায়ক অমিত দের বাড়ি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর আপ্তসহায়কের নাগেরবাজারের ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে তাঁরা। এই সম্বন্ধে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেখানে হানা দেয় ইডি বাহিনী। যদিও অমিত দের ফ্ল্যাট সম্পর্কে একটি তথ্য উঠে এসেছে। তাঁর একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয়টি স্বামী বিবেকানন্দ রোডে। দুটিতেই তিনি সময়মতো থাকেন। তবে দুটি ফ্ল্যাটেই এই মুহূর্তে তালা মারা রয়েছে। সব মিলিয়ে সকাল থেকে আটটি জায়গায় হানা দিয়েছে ইডি।

ED,WB,TMC,Politics

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে নেমে ইডির হাতে গ্রেফতার হয় বাকিবুর রহমান। এরপর তদন্ত করার পর মেলে তার একাধিক সম্পত্তি ও ব্যবসার হদিশ। বাকিবুরের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর মেলে ১০০-র বেশি সরকারি দফতরের সিলমোহর। এবং এভাবেই তদন্ত করতে করতে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। শুধু পশ্চিমবঙ্গেই নয়, আরো তিনটি রাজ্যে রয়েছে বাকিবুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ।

উল্লেখ্য, গত বুধবার নদিয়ার বিভিন্ন রেশন দোকান এবং দোকানের মালিকের বাড়িতে হানা দিয়েছিল ইডি। এমনকি ওই দিনই সল্টলেক এবং নিউ টাউনের অনেকগুলি জায়গাতেও তল্লাশি অভিযান চালায় তারা। এছাড়া এর আগে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি।




Leave a Reply

Back to top button