হঠাৎ উঠল শ্বাসকষ্ট, প্রতিমুহূর্তে অক্সিজেন দেওয়া হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে

প্রেসিডেন্সি সংশোধনাগারের ৭ নম্বর সেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে তাঁর।

কলকাতা: রেশন দুর্নীতি মামলাকে (Ration Scam Case) ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা পশ্চিমবঙ্গে (West Bengal)। ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) গ্রেফতারের পর গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী (Former Food Minister), তথা বর্তমান বনমন্ত্রী (Present Forest Minister) , জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। এখনো বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে লাগাতার তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। হানা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের সম্পত্তিতে। তবে এরই মাঝে, ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য সম্পর্কে উঠে এলো বিশেষ খবর। গ্রেফতার হওয়ার পর থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। করানো হচ্ছে চিকিৎসাও। যদিও, তিনি আগে দাবি করেছিলেন যে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় এবং তিনি হয়তো আর বেশিদিন বাঁচবেনও না। এবার ফের জেলে অসুস্থ হয়ে পড়লেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর এবং প্রতিমুহূর্তে তাঁকে দেওয়া হচ্ছে অক্সিজেন(Oxygen)।

Jyotipriyo Mullick,ED,Presidency Jail,Hearing,City Sessions Court

প্রেসিডেন্সি সংশোধনাগারের (Presidency Jail) ৭ নম্বর সেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেল সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট হতে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিকের। সেই মুহূর্তেই ডাক্তার এসে দেখেন তাঁকে। অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) অবধি আনা হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রাক্তন খাদ্যমন্ত্রীর মামলার শুনানি (Hearing) ছিল। সিটি সেশন কোর্টের (City Sessions Court) ইডির বিশেষ আদালতে (Special ED Court)।

তবে শারীরিক অবস্থা ভালো না হওয়ার জন্য, তিনি জেল থেকেই বসেছিলেন ভার্চুয়াল (Virtual) মাধ্যমে। বিচারককে তিনি জানিয়েছিলেন, তাঁর ৩৫০ সুগার এবং তিনি হাত-পা নাড়তে পারছেন না। যদিও অসুবিধা হলে সেলে (Cell) নিয়ে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন বিচারক, কিন্তু তিনি শুনানি শেষ অবধিই ছিলেন। এদিন ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাঁকে।




Leave a Reply

Back to top button