Gold price : সোনার দাম বাড়ছে ক্রমেই, ব্যবসায়ে মন্দা চলছে বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের

কিছুদিন আগেই বেশ খানিকটা কমেছিল সোনার দাম। তবে আজ আবার বাড়ল দাম। আজ সোনার মূল্য( Gold price today ) খানিকটা বৃদ্ধি পেল। যদিও এই শীতের মরশুমে সেইসঙ্গে সকল জিনিসের দাম বেড়ে চলেছে ক্রমশই। পণ্য সামগ্রী থেকে শুরু করে ভোজ্য তেল সকল বস্তুর দাম প্রায় আগুন দরের সমান। সাথে বাড়ছে সবজির দামও। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের মাথায় হাত পরেছে ইতিমধ্যেই । তার সাথেই আজ খানিকটা বাড়ল দাম (gold rate)। কলকাতা সহ বিভিন্ন জায়গায় বেড়েছে সোনার দাম। আসুন দেখা যাক আপনার শহরে সোনার মূল্য ঠিক কত।
আপনার শহরে সোনার দাম
আজকে কলকাতা(Kolkata) শহরে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ধার্য করা হয়েছে(22 Carat Gold price) ৪,৭৪১টাকা এবং ১০ গ্রামের(10 Gram) মূল্য হয়েছে ৪৭,১৮০ টাকা। গতকালের যার মূল্য এর থেকে ১টাকা বেশি ছিল। এবং কোলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট(24 Carat Gold Price) সোনার মূল্য ৫,০১১ টাকা এবং ১০ গ্রামের মূল্য হয়েছে ৫০,১১০টাকা। গতকালের দামের তুলনায় আজকের দাম ১০টাকা বেড়েছে। প্রসঙ্গত, যদি নতুন বছরে জানুয়ারি মাসের ১৫তারিখ সোনার দামে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ১৫ জানুয়ারি ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৪৭,২০০টাকা এবং বর্তমানে সেই মূল্য ৪৭,৪১০টাকা। অর্থাৎ ২১০টাকা বেড়েছে সোনার দাম ৫দিনে।

কত বাড়ল সোনার দাম
উল্লেখ্য জানুয়ারির মাঝখানে অর্থাৎ ১৫জানুয়ারি ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৪৯,৯০০টাকা এবং বর্তমানে তা ৫০,১১০ টাকা অর্থাৎ ২১০টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। নতুন বছরের শুরুতেই ফের সোনার মূল্য বৃদ্ধি পেলেও জানুয়ারির মাঝামাঝি এসে অনেকটাই কমেছিল সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) শুরুতে যে মূল্য ছিল বর্তমানে সেই মূল্য বেড়েছে প্রায় ২১০টাকা। এদিন সোনার দাম ছিল ৪৭,২০০টাকা। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৪৯,৯০০টাকা। আজ সেটার দাম কমে ৫০,১১০টাকায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে অনেক। সুতরাং আবারও আজ সোনার দাম এতটা বাড়ার ফলে টান পড়েছে সোনার বাজারে।
আরও পড়ুন : Viral Story : মানুষের শরীরে শুয়োরের কিডনি! অসাধ্য সাধন করে দেখালেন মার্কিন চিকিৎসকেরা