High Court- “শুধুই জন্মদাতা নয়, পালন করতে হবে দায়িত্ব, কর্তব্য, তবেই জন্মায় পিতৃত্বের অধিকার”-হাইকোর্ট
শুধু জন্মদাতা(Father) হলেই মিলবে না পিতৃত্বের পরিচয়। সন্তানের(Child) দায়িত্ব-কর্তব্য যিনি পালন করবেন, তিনিই আসল পিতা(Father)। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলায় এমনই রায় প্রদান করেছে কলকাতা(Kolkata) হাইকোর্ট(High Court)। এক শিশু কন্যার পিতৃত্বের দাবি নিয়ে তাঁর বাবা কলকাতা হাইকোর্টে দারস্থ হয়েছিলেন। একইসঙ্গে আদালতে উপস্থিত হয়েছিলেন তার পালক পিতা-মাতা।
ঘটনার সূত্রপাত, শিশুটি জন্মের পর থেকেই। সেই জন্ম থেকেই মুখ দেখেনি বাবার, জন্মের পরই তার বাবা পলাতক হন। যখন বয়স তাঁর মাস সাতেক মা হয়ে পড়েন আত্মঘাতী। এরপর হাওড়ার শালকিয়ায় দিদার কাছে আশ্রয় পায় সেই দুধের শিশু। কিন্তু শেষমেশ দিদাও হয়ে পড়েন আত্মঘাতী। কিন্তু একেবারেই নিরাশ্রয় হয়ে পড়ার আগেই পেয়ে যায় তাঁর নতুন আশ্রয়। দিদার প্রতিবেশী জহর রায় ও জুলি রায় অত্যন্ত আদরের সঙ্গে মেয়েটিকে আপন করে নেন। তারপর থেকেই তাঁদের কাছেই বড় হচ্ছিল সেই শিশুকন্যা। তবে এরই মধ্যে সূত্রপাত হয় নতুন অশান্তির। শিশুটির উপর নিজের অধিকার ফলাও করতে চলে আসেন তাঁর জন্মসূত্রের বাবা এবং মেয়েকে ফিরে পেতে দারস্থ হয় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন……Tajmahal – কলিযুগের শাহজাহান! স্ত্রীকে উপহারে আস্ত তাজমহল দিলেন মধ্যপ্রদেশের ব্যক্তি
এই পরিস্থিতি আদালত উভয় পক্ষেরই বক্তব্যকে শোনে। এবং তারপর রায় দেয় শিশুটির উপর তাঁর পালক পিতা-মাতার অধিকার রয়েছে। আপাতত সে তাঁর পালক পিতা-মাতার কাছেই রয়েছে। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ, সপ্তাহের শেষে আইনজীবীদের উপস্থিতিতে শিশুটিকে তাঁর বাবার কাছে পাঠানো হবে। সারাদিন থাকার পর সে আবার ফিরে আসবে তাঁর পালক পিতা-মাতার কাছে। এরপর দু’সপ্তাহ থাকার পর সে যদি তাঁর বাবার কাছে ফিরে যেতে চায়, তাহলে ইচ্ছানুযায়ী রায় শোনাবে আদালত।