এই নিয়ে ৩ বার, ফের বইমেলার থিম বাংলাদেশ, হাসিনার দেশের সাথে সাংস্কৃতিক সম্পর্কে জোর মমতার

অহেলিকা দও, কলকাতা : গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ৪৫তম কলকাতার আন্তর্জাতিক বইমেলা ( International Kolkata Book Fair 2022)। সল্টলেক সেন্ট্রাল পার্ক ( Saltlake) প্রাঙ্গনে এই মেলা উদবোধন করতে এসেছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( chief minister mamata banerjee)। এই বছর এই মেলার থিম ( theme) বাংলাদেশ ( Bangladesh)। তিনি সেখানে ( International Kolkata Book Fair 2022) দুই দেশের সংস্কৃতি নিয়ে বার্তা দিয়েছিলেন।
পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্কের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন তিনি অত্যন্ত খুশি যে এই ৪৫তম কলকাতার আন্তর্জাতিক বইমেলায় ( International Kolkata Book Fair 2022) বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের থিম রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছেন, “পশ্চিমবঙ্গ এবং সার্বভৌম দেশ বাংলাদেশের মধ্যে সম্পর্ক টেপ দিয়ে পরিমাণ করা যায় না। আপনাদের নজরুল আছে আর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে। কিন্তু কোনো দেশভাগ দিয়ে তাদের ভাগ করা যায় না।”
এই বার্তার মাধ্যমে সাম্প্রতিক যে মেলবন্ধন সেটা তুলে ধরেছেন তিনি। বাংলাদেশের সীমান্তের ব্যাবধান সরিয়ে এই উদ্বোধনের মাধ্যমে ফের একবার সাম্প্রতির বার্তাও দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গকে আলাদা করতে পারি না, দুই বাংলার সম্পর্কের সীমানা জোর করে বেঁধে দেওয়া যায় না। বাংলাদেশের সঙ্গে এই বাংলার যোগাযোগ চির মধুর।”
মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, “সীমান্তের উভয় দিকে আমরা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করি। আমরা জয় হিন্দ এবং বন্দে মাতরমের সাথে জয় বাংলাও উচ্চারণ করি।”
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এছাড়াও তাঁর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর ব্যাক্তিগত সম্পর্ক রয়েছে।
আরও পড়ুন….Russia-Ukraine War: ইউক্রেনকে অস্ত্রের মাধ্যমে সাহায্য ন্যাটো-র, কিন্তু পরিসংখ্যান দিচ্ছে অন্য হিসেব
আরও পড়ুন….Kolkata Environment: ‘সবুজ’ ঝড়েই কি মুছে যাচ্ছে সবুজ, বনবিভাগের রিপোর্টে অস্বস্তিতে কলকাতা প্রশাসন
বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ এই অনুষ্ঠানে ( International Kolkata Book Fair 2022) উপস্থিত ছিলেন। তিনিও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কথা তুলে ধরেন এবং তাঁর দেশের স্বাধীনতার ৫০তম বছর এই বইমেলায় তুলে ধরার জন্য বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়াও বইমেলায় ( International Kolkata Book Fair 2022) থাকছে রাশিয়ার স্টলও। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে।” তিনি বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি। এমনকি রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি।