Kmc Election 2021: সমস্ত বুথ জুড়ে বাড়ছে নিরাপত্তা, পুরভোটে নির্দেশ হাইকোর্টের

পুরভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রচার। সবাই ভোটের মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যেই। কেউ বলছে ‘ ভোট আমাকে দেবেন’ কেউবা বলছেন “ভোট পেয়ে জিতে গেলে আপনার সব দুঃখ দুর করে দেব নিশ্চিত”, সবই প্রত্যেকের কাছেই চেনা পরিচিত কথা বা চিত্র। এসবের পাশাপাশি কলকাতা পুরসভা ভোট নিয়ে ইতিমধ্যে চলছে মামলা। সোমবার এক মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সব বুথে সিসিটিভি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন । মামলাটি করা হয় বিধানসভা ভোটে হওয়া অশান্তির কথা মাথায় রেখে। মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি। ফলাফল স্বরূপ রাজ্য নির্বাচন কমিশনও এ বিষয়ে কোনও আপত্তি জানায়নি।

পুরভোটে এবার বুথের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১৫০০। এই এত সংখ্যক  বুথে সিসিটিভির প্রয়োজন আছে বলে আবেদন জানান বিজেপি নেতা দেবদত্ত মাঝি। তাঁর বক্তব্য তিনি বলেছেন, “শেষ বিধানসভা নির্বাচনেও হিংসার ঘটনা ঘটেছে। ভোটের দিন যাই হোক না কেন, পরে আদালতে যেতে হলে আর কোনও প্রমাণ পাওয়া যায় না। তখন এই ফুটেজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে” বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি। এছাড়াও স্ট্রংরুমেও সিসিটিভির বসানোর আর্জি জানানো হয়েছে।

পুরভোট কবে,পুরভোটে কোন দল আছে,পুরভোট কি,কোলকাতায় পুরভোট,হাইকোর্টের নির্দেশ,কমিশন ভোট নিয়ে বক্তব্য,পুরভোটের প্রচার,কলকাতার খবর,বাংলার খবর,When is the KMC poll,which party is in the KMC vote,what is the KMC vote,KMC vote in Kolkata,High Court order,statement on commission vote,pre-poll campaign,Kolkata News,Bangla News,BJP,TMC,CPM,leaders

কমিশন জানিয়েছে এই মামলার ভিত্তিতে ভোটের দিন সব বুথেই সিসিটিভি লাগানোর জন্য তারা প্রস্তুত, কোনো সমস্যা তাদের পক্ষ থেকে নেই। এছাড়াও কমিশন জানিয়েছে ২০ শতাংশের বেশি বুথে আগে থেকেইসিসিটিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর বুথে আগে থেকেই সিসিটিভি লাগানো হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। এছাড়াও রাজ্যের পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখার আর্জিও করা হয়েছে। রাজ্যে পুরসভা ও পুরনিগম মিলিয়ে রয়েছে ১২৫টি। এরমধ্যে ১১৮টি পুরসভা, ৭টি পুরনিগম।

উল্লেখ্য রাজ্যের সমস্ত পুরসভায় সমস্ত ভোট একসঙ্গে চেয়ে বিজেপির পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। দু’জন অপরদিকে পুরভোট নিয়ে মামলা দায়ের করেছেন। দুই মামলাকারীর একজনের বক্তব্য, “পুরভোট একসঙ্গে হোক। যদি না হয়, একসঙ্গে যদি গণনা হয়, সেরকমও করা যেতে পারে।” আরেক মামলাকারী মৌসুমী রায় তার বক্তব্যে বলেন, “যেসব পুরবোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে বহুদিন আগেই, সেই পুরসভাগুলিতে কবে ভোট ঘোষণা হবে তা স্পষ্ট করে জানাতে হবে রাজ্যকে।” এই মামলার শুনানির পর সোমবারই রায় বেরানোর কথা বলা হয়েছিল। কিন্তু এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়, মামলার যে শুনানি চলছে তার উপর ভিত্তি করে তারা আরও একটি জবাব দিতে চায়। তাই এই মমালার রায় এখন স্থগিত রেখেছে মহামান্য আদালত।

আরও পড়ুন…..KMC Election 2021: এবার পুরসভা ভোটে তৃনমূলের প্রচারে বাদাম কাকু, পা মেলালেন অমল চক্রবর্তীর সঙ্গে

রাজ্য সরকার প্রথম দিকেই রাজ্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল তারা কলকাতা ও হাওড়ায় ভোট পর্ব আগে চায়। তাই ১৯ ডিসেম্বর শাসকদল সেই ভোটের আর্জিই জানিয়েছিল। যদিও সেই দাবি মানা হয়নি। কলকাতায় ১৯ তারিখ ভোট হবে কিন্তু হাওড়ায় কবে ভোট তা জানানো হয়নি।




Back to top button