দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় খবর! প্রকাশিত হল মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার তারিখ
আগামী ১৬ই নভেম্বর থেকে খুলতে চলেছে স্কুলের দরজা। প্রায় দেড় বছর পর স্কুলমুখী হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। ইতিমধ্যে জেলার স্কুলগুলিতে রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে পাঠানো হয়েছে নির্দেশিকা। যাতে স্পষ্ট করে উল্লেখ করা আছে স্কুল খোলার পর কি পদ্ধতিতে চালু হবে পঠন-পাঠন এবং কি কি করোনাবিধি-নিয়ম মেনে বিদ্যালয়ের পড়াশোনা জারি থাকবে।
তারই মধ্যে আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক (Madhyamik Exam) এবং উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সময় নির্ঘন্ট। আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে অর্থাৎ ৭ই মার্চ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক, যা চলবে ১৬ ই মার্চ পর্যন্ত এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ ২ রা এপ্রিল থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক, যা চলবে ২০শে এপ্রিল পর্যন্ত। পরীক্ষা হবে ছাত্র-ছাত্রীদের হোম সেন্টারেই।
২০২২ সালের মাধ্যমিকের সময় নির্ঘন্ট :
৭ই মার্চ-বাংলা,
৮ই মার্চ-ইংরাজী,
৯ই মার্চ-ভূগোল,
১১ ই মার্চ- ইতিহাস,
১২ ই মার্চ- জীবন বিজ্ঞান,
১৪ ই মার্চ-অঙ্ক,
১৫ ই মার্চ-ভৌত বিজ্ঞান,
১৬ ই মার্চ-ঐচ্ছিক বিষয়।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,”১১:৪৫ থেকে ৩:০০টে পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হবে। প্রথম পনেরো মিনিট ছাত্র-ছাত্রীদের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হবে প্রতিবাদের মতনই। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন মোট ৯,৯১১ টি স্কুলের পড়ুয়া। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্র বাড়ানো হবে। আপাতত টেস্ট পরীক্ষা হবে বলেই সিদ্ধান্ত, তবে সমস্তটুকুই নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপরে।” ডিসেম্বরের শেষ দিকে স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা নেওয়া সম্ভব বলেই আশা রাখছেন তিনি।
উচ্চমাধ্যমিক হবে ২রা এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত। মোট ৬০ টি বিষয়ের ওপর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কারণ শিক্ষা পর্ষদের নতুন নিয়ম অনুযায়ী উচ্চ মাধ্যমিকে মোট চারটি ভোকেশনাল কোর্স যুক্ত করা হয়েছে এবছর। ২০২২ সালের উচ্চমাধ্যমিকের সময় নির্ঘন্ট: ২রা এপ্রিল, ৪ঠা এপ্রিল, ৫ই এপ্রিল, ৬ই এপ্রিল, ৮ই এপ্রিল, ৯ই এপ্রিল, ১১ই এপ্রিল, ১৩ই এপ্রিল, ১৬ই এপ্রিল, ১৮ই এপ্রিল, ২০ শে এপ্রিল।
সোমবার সাংবাদিক সম্মেলনে সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান,”উচ্চ মাধ্যমিক দ্বাদশের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত। উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলো স্কুলগুলিই পরিচালনা করবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্ন পাঠানো হবে না। গতবার যেমন টপিক দিয়ে দেওয়া হয়েছিল, এবারও উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েবসাইটে দিয়ে দেবে। স্কুলগুলি নির্ধারিত টপিকের উপর প্রশ্ন করবে। তার ভিত্তিতে প্র্যাক্টিক্যালের মূল্যায়ণ হবে।” সংসদ সভাপতি আরো জানান, এইবার প্রত্যেকটি বিদ্যালয় ‘হোম ভেন্যু’ হিসেবে কাজ করার জন্যই পরীক্ষা কেন্দ্রের সংখ্যা অন্যান্য বারের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।