‘অন্য পরিবার’ এর সঙ্গে লোকাল ট্রেনে আইবুড়োভাত! ভাইরাল ভিডিও…
Viral Video: ১৩ হাজারেরও বেশি লাইক পড়েছে ভাইরাল এই ভিডিওটিতে।

নেটদুনিয়ায় রোজ কত ভাইরাল ভিডিও শেয়ার করা হয় তার ঠিকানা নেই। মানুষ সেটায় প্রচুর রিঅ্যাক্টও করেন। এমনই এক ভিডিও চট করেই ভাইরাল হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে লোকাল ট্রেনের মধ্যেই। তাও আবার বাড়ির লোক না, ডেইলি প্যাসেঞ্জাররাই খাওয়াচ্ছেন যুবককে। ট্রেনে নীচে পাত পেড়ে বসেছেন তিনি। বিভিন্ন টিফিন বক্সে রাখা রয়েছে ভাত, ডাল, তরকারি ইত্যাদি। সকলেই নিজের বাড়ি থেকে সেরা রান্নাটি নিয়ে এসে ‘নতুন’ জীবনের আনন্দ ভাগ করে নেন যুবকের সঙ্গে। রোজ অফিস কাচারিতে যাতায়াতের সময় তাঁরা হয়ে গিয়েছেন একে অপরের সুখ দুঃখের সঙ্গী। এর মধ্যে অনেকেই চামচে করে খাবার মুখে তুলে দিচ্ছেন। কেউ আবার সেটা রেকর্ড করছেন নিজের মুঠোফোনে। প্রায় ২২ মিলিয়নেরও বেশি ডেইলি প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করেন। এর মধ্যেই এমন কাণ্ড মন ভরিয়ে দিল সকলের।
লোকাল ট্রেনে যাতায়াত শুনলেই আঁতকে ওঠেন মানুষ। যেই ট্রেনে বসা তো দূর, দাঁড়ানোর জায়গা থাকে না, সেখানে আবার নীচে বসে আইবুড়োভাত! শুনলেই অবাক করা কাণ্ড মনে হয়। তবে এমনটাই ঘটল কলকাতার এক লোকাল ট্রেনে। পাত পেড়ে খাওয়ানো হল আইবুড়ো ভাত। মুহূর্তেই ভাইরাল হয়ে পরে সেই ভিডিও। আর শেয়ারের মাত্রা বাড়তে থাকে। ভাত, ডাল, পাপড়, পটল ভাজা, মাছের কালিয়া, বিভিন্ন ধরণের মিষ্টি ছিল এই মেনুতে। ভিডিওতে একজনকে আবার বুক পকেট থেকে ৫০ টাকা বের করে আশীর্বাদ হিসেবে দিতেও দেখা গেল। এভাবেই ‘রোজকার সঙ্গীরা’ শামিল হয়ে ওঠেন নতুন জীবনের শুরুর পথে।
View this post on Instagram
১৩ হাজারেরও বেশি লাইক পড়েছে ভাইরাল এই ভিডিওটিতে। কয়েকদিন আগে অবশ্য একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ট্রেনেই বিয়ে সারতে দেখা যায় যুগলকে। সেই ভিডিও-ও মুহূর্তেই ভাইরাল হয়ে পরে। দেখা যায়, ট্রেনের জেনারেল কামরায় যুবক যুবতী দাঁড়িয়ে। আচমকা ছেলেটি মেয়েটিকে সিঁদুর পরিয়ে দেন। সেখানে মেয়েটি কিছু বলতে গিয়েও বলতে না পেরে যুবককে কাছে টেনে নেন। মঙ্গলসূত্রও পরিয়ে দেন। একে অপরকে জরিয়ে ধরেন। আর এতেই খুশিতে ফেটে পড়েন আশেপাশে থাকা যাত্রীরা। সকলেই ভিডিও রেকর্ড করা শুরু করেন। ভিডিওটি ছড়িয়ে যেতে সময় লাগেনি বেশিক্ষণ। সকলেই ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন। এবার বিয়ে নয়। তবে আইবুড়ো ভাত সারা হল ট্রেনেই।