পাল্টে গেলো উচ্চমাধ্যমিকের গাইড লাইন, ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে

প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিকের নয়া গাইড লাইন জেনে নিন বিস্তারিত

উচ্চ মাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট ওয়ার্ক নিয়ে বড় আপডেট দিলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার অনলাইনে স্কুলগুলিকে দিতে হবে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর। অন্যদিকে, গত বছরের তুলনায় এবার এগিয়ে এসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মাঝে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্কের নম্বর কীভাবে স্কুলগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জমা দেবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন তৈরি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WestBengal,HS Exam2023,New Guideline,WestBengal council of Higher Secondary

জানা গিয়েছে, গাইডলাইনে সংসদ স্পষ্ট ভাবে জানিয়েছে স্কুলগুলিকে এবার ছাত্রছাত্রীদের প্রজেক্ট মার্কস ও প্র্যাকটিক্যালের নম্বর অনলাইনে জমা দিতে হবে। কীভাবে অনলাইনে স্কুল গুলি মার্কস জমা করবে তার জন্য একটি গাইডলাইনও দিয়েছে সংসদ। এতদিন ধরে স্কুলগুলি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রীয় কার্যালয় বা আঞ্চলিক কার্যালয় গুলিতে এই নম্বর জমা দিতে আসতো। কিন্তু এবার থেকে সেই ব্যবস্থার পরিবর্তন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে অনলাইনে নম্বর জমা করলেও সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এক অঙ্কের নয় দুই অঙ্কের নম্বর জমা দিতে হবে। অর্থাৎ practical বা project work এর মার্কস ন্যূনতম দশের বেশি হতে হবে। যদিও সংসদের তরফে সেই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। স্কুলগুলিকে পাঠানো গাইডলাইনে বলে দেওয়া হয়েছে অনলাইনে মাস্ক দেওয়ার সময় নূন্যতম দুই অঙ্কের নম্বর বসাতে পারবে।সে ক্ষেত্রে কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে “AB” লিখতে হবে। সংসদে জানানো হয়েছে বাধ্যতামূলকভাবে এবার অনলাইনে মার্কস জমা দিতে হবে স্কুলগুলিকে। কোন তারিখের মধ্যে অনলাইনে মার্কস জমা দিতে হবে তারও বিস্তারিত তারিখ দিয়ে দিয়েছে সংসদ। ৪ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যেই নম্বর জমা দিতে হবে।

 

এছাড়াও সংসদের তরফে এও জানানো হয়েছে অনলাইনে নম্বর পাঠিয়ে দিলেও আপাতত স্কুলগুলি ছাত্রছাত্রীদের পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করে রাখবে। প্রয়োজন পড়লে সংসদ সেই প্রাকটিক্যাল বা প্রজেক্ট ওয়ার্কের খাতা গুলি সংগ্রহ করে নেবে। আগামী ১লা ডিসেম্বর থেকে ১৫ ই ডিসেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকে প্রাকটিক্যাল ও প্রজেক্ট ওয়ার্কের পরীক্ষা বিভিন্ন স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে।




Leave a Reply

Back to top button