Newly Married: ফুলশয্যার রাত কাটতেই ‘গলায় দড়ি’ যুবকের, ঘটনায় একাধিক প্রশ্নের ছাপ

দেখাশোনা করে বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল। সব কিছুই চলছিল সঠিক ভাবে। গোটা বাড়ি জুড়েই ছিল খুশির সুগন্ধ। কিন্তু ফুলশয্যার রাত কাটতেই সব কিছুই যেন এলোমেলো হয়ে গেল। রাত পার করে ভোরের আলো ফুটতে না ফুটতেই স্বামীর(Husband) ঝুলন্ত দেহ দেখলো নববধূ(Newly Married Wife)। প্রশ্ন হল, কেনই বা আত্মঘাতী(Suicide) হলেন স্বামী(Husband)? উত্তর অজানা। পুলিশের(Police) কাছে নববধুর দাবি, শুক্রবার ভরে বাসরঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী(Suicide) হয়েছেন তাঁর স্বামী। আপাতত ঘটনার তদন্তে(Investigation) নেমেছেন বি গার্ডেন(B-Garden) থানার পুলিশ।
পুলিশ(Police) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার(Friday) ভোরে শালিমার(Shalimar) এলাকার বাসিন্দা আদর্শ সাউ(২৪)-এর নিথর দেহ দেখতে পান তাঁর স্ত্রী বর্ষা কুমারী। তদন্তকারীদের কাছে বর্ষা জানিয়েছেন, ফুলশয্যার পরের দিনই ভোরে ঘুম থেকে উঠে আদর্শের কথা মতোই বাথরুমে গিয়েছিলেন তিনি। ফিরে এসে দেখেন, বাসরঘরেই ঝুলছে আদর্শের নিথর দেহ। বাসরঘরে তাঁদের বিছানার উপর ফুলের সাজের সঙ্গে দড়ি বেঁধে তাতে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন আদর্শ। খবর পেয়ে তৎক্ষণাৎ আদর্শকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত(Dead) বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৭ই ডিসেম্বর(7th December) বিরাট ধুমধাম করে বিয়ে হয়েছিল তাঁদের। নববধূর পরিবার(Family) সূত্রে জানা গিয়েছে, দেখাশোনা(Arrange Marriage) করে দুজনের বিয়ে ঠিক করেছিল দুই পরিবার(Family)। পেশায়(Profession) গাড়িচালক(Driver) আদর্শের এই বিয়েতে সম্মতি ছিল বলেও জানান তাঁরা। পাশাপাশি, বর্ষা বলেন, “বিয়ের আগে ফোনে আমাদের মধ্যে কথা হত। কিন্তু সেভাবে কখনো কোনো কিছুই টের পাইনি। আজ ভোরে ফেশ হওয়ার জন্য বাথরুম যেতে বলেছিল আদর্শ, তাঁর কথা মতোই বাথরুমে যাই। আর সেই সময়ই এই ঘটনা ঘটে।
আরও পড়ুন……Kerala Suicide – নামেই আধুনিক হয়েছে মানুষ! কেরালায় বডিশেমিংয়ের জেরে আত্মহত্যা গৃহবধূর
ঘটনার জেরে শব্দহীন দুই পরিবার। কেন এমন ঘটনা- কিছুতেই বুঝে উঠতে পারছে না দুই পরিবারে সদস্যগণ। উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মেলেনি কোনো সুইসাইড নোট। আপাতত, ময়নাতদন্তের জন্য আদর্শের দেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দম্পতির মধ্যে কারোর অন্য কোনো প্রেমঘটিত সম্পর্কের জেরেই এই ঘটনা কি না সেই নিয়েও চলছে তদন্ত।