ডোনার সাথে লুকিয়ে চলত প্রেম, ভালোবাসা চক্করে এক সময় ব্যাট দিয়ে মার খেয়েছিলেন সৌরভ

অনীশ দে, কলকাতা: ক্রিকেট থেকে বিদায় নিলেও দীর্ঘদিন সৌরভ গাঙ্গুলিকে ‘দাদা’ রূপে দাদাগিরি করতে দেখেছে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ। মঞ্চে দাদার এই নতুন ইনিংসে মুগ্ধ বাঙালি। বাংলা এবং বলিউড তারকা বারেবারে নিজের মহিমা দেখিয়েছেন এই মঞ্চে। অরিজিৎ সিং (Arijit Singh) থেকে শুরু করে বীরেন্দ্র শেওয়াগ, কেউ বাদ যাননি। দাদাগিরির প্রত্যেক পর্বেই উঠে আসে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর নাম। বাইরের সবার কাছে সৌরভ মহারাজা হলেও বাড়িতে ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) কথাই মেনে চলতে হয়, তা নিজেই জানিয়েছেন সৌরভ (Sourav Ganguly)।
ক্যামেরায় যতবার ডোনার নাম উঠেছে ততবারই তাকে ম্যাডাম (Dona Ganguly) সম্বোধন করেছেন দাদা। সৌরভ (Sourav Ganguly) ও ডোনার প্রেম কাহিনী রোমান্টিক ছবির চিত্রনাট্যকে হার মানায়। অনেক কম বয়সে বিয়ে সেরেছেন এই জুটি। এমনকি কাউকে না জানিয়ে রেজিস্ট্রি পর্যন্ত সারেন দুজনে। কিন্তু পরে তা চাউর হয়ে যায়। কিন্তু কাউকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে যথেচ্ছ কারন।
দুজন দুজনের প্রতিবেশী হলেও দুজনের পরিবারের মধ্যে ছিল ঘোর শত্রুতা। এমনকি ডোনার পরিবারের লোকজন সৌরভকে মারধর পর্যন্ত করেছে। এমনই দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দাদাগিরির প্রত্যেকটি পর্বেই উঠে আসে। তেমনি রবিবারের পর্বে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে। তবে এই ঘটনা স্বয়ং দাদা জানাননি। জানিয়েছেন অভিনেত্রী স্বাগতা বসু।
রবিবার দাদাগিরির মঞ্চে স্বাগতা ছাড়াও উপস্থিত ছিলেন সৌমিত্র রায়, মধুমন্তি মৈত্র এবং চৈতালি দাশগুপ্তের মত গুণী ব্যক্তিত্বরা। আসলে স্বাগতা এবং ডোনা একসাথে ওড়িশি নাচের তালিম নিতেন। তিনি একটি পুরনো ছবি শেয়ার করেন যেখানে স্বয়ং মহারাজ ও ডোনা রয়েছে। ছবিটি দেখিয়ে তিনি জানান, ‘জ্যেঠু মহারাজদাকে ব্যাট দিয়ে মেরেছিলেন’।
আরও পড়ুন:জিতু নয়! অপরাজিত চরিত্রে আবির ছিলেন অনীক দত্তের প্রথম পছন্দ
সৌরভ জানায় তার বাবা ডোনা ও তার প্রেমের কথা জানতে পেরে মেরেছিলেন তাকে। শুনে বিসিসিআই প্রেসিডেন্ট জানান, ‘ কি করব বাড়ি ঢুকতে দিত না যে ‘। এমনকি সৌরভ নানান রকম রান্না করে খাওয়ান।২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানায় সৌরভ। শুরুর দিকে আইপিএল এ অংশগ্রহণ করলেও পরে সেখানেও ব্রাত্য হন তিনি। সৌরভের মেয়ে সানা এই মুহূর্তে লন্ডনে অর্থনীতি পড়ছে।