ভাই ফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন, তাহলে কী বরফ গলছে

'ভাই ফোঁটা' উপলক্ষে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফোঁটা নিলেন। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন এবং জানান তিনি সর্বদাই ওনার পাশে আছেন।

কলকাতা: আজ থেকে বছর চারেক আগে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। জল এত দূর গড়ায় এর জেরে দল ছাড়তে হয়েছিল তাঁকে। কটাক্ষের শিকারও হতে হয়েছিল নিজের দল সহ গোটা রাজনৈতিক মহলের তরফ থেকে। গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়েছিলেন ঠিকই, কিন্তু শেষ অবধি জায়গা করতে পারেননি সেখানে। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে দিয়েছেন বহুদিন। তবে মাঝেমধ্যেই দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কখনও যান নবান্নে। আবার কখনও সোজা কালীঘাটের বাড়িতে। একবার একটি ভিডিও বার্তায় বিরোধী দলগুলিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার ‘ভাই ফোঁটা’ উপলক্ষে শোভন বন্দ্যেপাধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ফোঁটা নিলেন। সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। জানান তিনি সর্বদাই ওনার পাশে আছেন।Mamata Banerjee,Baisakhi Banerjee,TMC,Politics,West Bengal,sovan chatterjee

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুরনো সঙ্গী তিনি। প্রাক্তন মেয়রের বক্তব্য, “বিরোধীরা চক্রান্ত করছেন মমতাদির বিরুদ্ধে। তবে ওনার বিরুদ্ধে কেউ আঙ্গুল তুললে, আমি কলিজা এগিয়ে নিয়ে গিয়ে সবকিছু রক্ষা করবো। শুধু আমি নয়, আমার মতো সবাই মমতাদির জন্য এটাই করবে।” এখানেই শেষ নয়, শোভন চট্টোপাধ্যায় আরো জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য অনেক করেছেন। সমস্ত ষড়যন্ত্র পরিকল্পিতভাবে করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। তবে আমি এটাই বলবো, উনাকে কেউ কোনদিন দুর্বল করতে পারবেনা। ওনাকে দুর্বল করা হলে বাংলার প্রচন্ড ক্ষতি হবে, যা বলে বোঝানোর মতো নয়।”

একই গান গাইলেন প্রাক্তন মেয়রের বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি তিনি জানান “দিদি শোভনের কাছে সবকিছু। শোভন কোন পদে নেই এই মুহূর্তে, কিন্তু তবুও দিদি ওকে আশীর্বাদ করেছে। কোন পদে না থেকে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ও ভালোবাসা পাওয়া, এটা সত্যিই অনেক বড় ব্যাপার।”

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও প্রাক্তন মেয়ের বহুবার ভাই ফোঁটা নিয়েছেন মুখ্যমন্ত্রীর থেকে। তবে সেই সময় তিনি ছিলেন পদে।




Leave a Reply

Back to top button