গঙ্গা নদীর নিকটস্থ সমস্ত ঘাটের সিঁড়িতে প্রজ্জ্বলিত হবে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপে

ঘাট সাজবে প্রদীপ আলোয়, কলকাতায় এবার দীপাবলিতে বিশেষ অতিথি মুখ্যমন্ত্রী

কলকাতা: শহর কলকাতাতেও এখন বারাণসীর মত পালিত হয় গঙ্গা আরতি৷ মূলত সরকারি তত্ত্বাবধানে একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পালিত হয় এই গঙ্গা আরতি। এবার গঙ্গা আরতির পাশাপশি দেব দীপাবলি আয়োজনের তোড়জোড় শুরু হল শহর কলকাতায়।

Ganga,kolkata,Diwali,Mamta Banerjee

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ১০ হাজার প্রদীপ দিয়ে সাজানো হবে গঙ্গার ঘাটে। নতুন এই উদ্যোগের মাধ্যমে কলকাতায় আরও একটি বাৎসরিক নতুন উৎসবের শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী যাতে তাঁর সুবিধামতো যাতে এই অনুষ্ঠানে যোগ দেন, তার ব্যবস্থা করা হচ্ছে।কার্তিক পূর্ণিমার রাতে কাশীর দশাশ্বমেদ ঘাঠে কয়েক লক্ষ দীপ জ্বালিয়ে হয় দেব দীপাবলির অনুষ্টান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই অনুষ্ঠানকে এখন অনেক বড় করা হয়েছে। গত বছর এই অনুষ্ঠানে হাজির ছিলেন জাপানের প্রধানমন্ত্রী।গঙ্গা নদীর নিকটস্থ সমস্ত ঘাটের সিঁড়িতে দশ লক্ষেরও অধিক মাটির প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। কলকাতার বাজা কদমতলা ঘাটে যেখানে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে এই দেব দীপাবলি।

সূত্রের খবর, আগামী ২৬ এবং ২৭ নভেম্বর সন্ধ্যায় বাজা কদমতলা ঘাট ও তার সংলগ্ন অংশে পালিত হবে দেব দীপাবলি উৎসব। সেই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রিন্সেপ ঘাট থেকে বিবাদী বাগ পর্যন্ত গঙ্গাপাড়কে পুরোপুরি রঙিন আলোয় মুড়ে ফেলা হবে। কীভাবে কোথা থেকে কতদূর পর্যন্ত গঙ্গাপাড় সাজানো হবে, তা ঠিক করতে মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং এবং পুরসভার আধিকারিকেরা গঙ্গার ধারে গিয়ে পাড়ের অবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। আলোকমালার পাশাপশি প্রদীপের আলোতেও সেজে উঠবে বাবুঘাট এবং সংলগ্ন ঘাট চত্বর। সূত্রের খবর দেব দীপাবলীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় আট-দশ হাজার প্রদীপ দিয়ে বাজা কদমতলা ঘাট সাজানো হবে। এ বার থেকে প্রতি বছরই পালিত হবে দেব দীপাবলি উৎসব।




Leave a Reply

Back to top button