কাঞ্চনকে আলিঙ্গন করে জন্মদিনের শুভেচ্ছা শ্রীময়ীর! নেট পড়ায় প্রশ্ন তবে কি এবার সাত পাকে বাঁধা পড়বে দুজনে

অনীশ দে, কলকাতা: গত বছর বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী রূপে আত্মপ্রকাশ করেন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। নির্বাচনে জয়ী হওয়ার পর পরিবর্তন ঘটতে থাকে তার জীবনে। ধারাবাহিক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সাথে কাঞ্চনের ঘনিষ্ঠতা জনসমক্ষে উঠে আসে। এই নিয়ে শুরু হয় নানা জল্পনা নানা বিতর্ক। এমনকি কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি তার স্বামী এবং শ্রীময়ীর (Sreemoyee Chattoraj) বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন বলে জানা গিয়েছে (Sreemoyee Chattoraj wishes Kanchan)।

কিন্তু বিতর্ক যখন চূড়ায় পৌঁছায় তখন থেকেই কাঞ্চন (Kanchan Mullick) তার ও শ্রীময়ীর সম্পর্কে ইতি টানেন। কিন্তু গল্প সেখানেই শেষ নয়, কাঞ্চনকে নানা কারণে অভিনন্দন হোক কিংবা জন্মদিনের শুভেচ্ছা, সব ক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে নিজের ভাব প্রকাশ করেছেন শ্রীময়ী। এবারও তার ব্যতিক্রম হলো না। শ্রীময়ী নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জন্মদিনে শুভেচ্ছা জানান কাঞ্চনকে। দুজনের একটি ছবি আপলোড করে তিনি (Sreemoyee Chattoraj) লেখেন, “জন্মদিন শুভ হোক। আগামী দিনগুলো সুখে ও শান্তিতে কাটুক “।

img 20220430 201917

এই পোস্ট ঘিরেই শুরু হয় আবার জল্পনা। এই পোস্টের কমেন্টে নেটিজেনরা কমেন্ট করেন ‘বড় বউকে বেশ ভালো মানিয়েছে’, আবার কেউ কেউ লেখে, ‘ভাই বোনের সম্পর্ক যেনো এমনই অটুট থাকে’ , আবার কেউ কেউ খোঁচা মেরে জিজ্ঞাসা করে, ‘বিয়ে কবে?’। এর আগেও একাধিকবার একসাথে দেখা গিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে। এমনকি দুর্গাপুজোর সময়েও একসাথে দেখা গিয়েছে তাদের একসাথে।

আরও পড়ুন:রাহুলের জন্যই ফ্লপ হবে সিরিয়াল! ‘লালকুঠি’ দেখে কটাক্ষ দর্শকদের

আগের বছর নবমীর রাতে ট্র‍্যাডিশনাল সাজে পাশাপাশি দাঁড়িয়ে ফ্রেমবন্দি হন শ্রীময়ী ও কাঞ্চন (Sreemoyee Chattoraj wishes Kanchan)। রঙ মিলিয়ে পোশাকও পড়েন দুজন। ঘিয়ে ও লাল কালো ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে কামাল দেখিয়েছিলেন অভিনেত্রী। পাশে ঘিয়ে পাঞ্জাবি ও সাদা পায়জামায় দাড়িয়ে ছিলেন কাঞ্চন। এই ছবির ক্যাপশনে শ্রীময়ী লেখেন, ‘ শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত‍্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’

গত বছর জুন মাসে কাঞ্চনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তার স্ত্রী পিঙ্কি। তিনি অভিযোগ করেন কাঞ্চন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন। মাঝে কয়েকদিন কাঞ্চন ও শ্রীময়ীকে একসাথে দেখা গেলেও আবার সোশ্যাল মিডিয়ার পোস্টে দুজনের গভীর সম্পর্কের আঁচ মেলে।




Leave a Reply

Back to top button