স্টার জলসার স্টার ভাঙ্গিয়ে নিল জি বাংলা! এযেন ক্ষমতার লড়াই

অনীশ দে, কলকাতা: বাংলা ধারাবাহিক জগতের দুই প্রতিপক্ষ স্টার জলসা এবং জি বাংলা। এদের মধ্যে সবসময় চলে এক অলিখিত প্রতিযোগিতা। স্টার জলসাকে টেক্কা দিতে একের পর এক নতুন ধারাবাহিকের ঘোষনা করেছে জি বাংলা (Star Jalsha actors in Zee Bangla)। ইতিমধ্যেই জি বাংলা বেশ কিছু নতুন ধারাবাহিক উপহার দিতে চলেছে দর্শকদের; যার মধ্যে অন্যতম হল – উড়ন তুবড়ি, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গৌরী এলো, লালকুঠি। এই তালিকায় এবার সংযোজন হতে চলেছে খেলনা বাড়ি, যা আগামী ১৬ই মে থেকে দেখানো হবে টেলিভিশনের পর্দায় (Star Jalsha actors in Zee Bangla)।

এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় তারকা বিশ্বজিত ঘোষ এবং আরাত্রিকা মাইতি (Star Jalsha actors in Zee Bangla)। ইতিমধ্যেই এই ধারাবাহিকের নতুন প্রমো দেখে উচ্ছসিত দর্শক। এমনকি কানাঘুষো এও শোনা যাচ্ছে যে, এই ধারাবাহিকের হাত ধরে জি বাংলায় প্রথম কাজ করতে চলেছেন স্টার জলসার দুই অভিনেত্রী। এর আগেই স্টার জলসার ধারাবাহিক ‘ভাগ্যলক্ষী’র নায়িকা শার্লিন মোদক, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর হাত ধরে প্রবেশ করেন জি বাংলায় (Star Jalsha actors in Zee Bangla)।

nj

এবার ভাগ্যলক্ষী ধারাবাহিকের অন্যতম দুই চরিত্র রিয়া ও রোহিণী পদার্পন করতে চলেছেন খেলনা বাড়ি ধারাবাহিকে। ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকের রিয়া অর্থাৎ অসমিতা চক্রবর্তী এবং খলনায়িকা রোহিণী অর্থাৎ স্বাগতা সেন খেলনা বাড়ি ধারাবাহিকের জন্য আবার এক হতে চলেছেন। এই মুহূর্তে দুজন একই চ্যানেলে একই ধারাবাহিকে অভিনয় করছেন এবং একই সঙ্গে যোগ দেবেন নতুন ধারাবাহিকে।

khelna bari 3

খেলনা বাড়ি ধারাবাহিকেও স্বাগতা খলনায়িকার ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। খেলনা বাড়ির নতুন প্রোমোতে দেখা গেছে ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ এবং নায়িকা মিতুলের দেখা হয় কাজের সুত্রে। প্রথম বিয়ের থেকে পাওয়া আঘাত আজও ভুলতে পারেনি ইন্দ্রজিৎ তাই মেয়েদের তেমন গুরুত্ব দিতে নারাজ সে। কিন্তু নায়িকা মিতুল একেবারে অন্য মাটি দিয়ে গড়া। সে ‘প্রথমে দেখে, তারপরে দেখায় এবং সবশেষে শেখায়’।

আরও পড়ুন:টেলিভিশনের পর্দায় ‘বরফি’ সিনেমার রিমেক! ধারাবাহিকের নতুন টুইস্টে উচ্ছসিত দর্শক মহল

যতই বাগবিতণ্ডা হোক, মিতুল ও ইন্দ্রজিৎ দুজনেই আশ্রয় ও ভালোবাসার খোঁজে রয়েছে। দুজনের মধ্যে একটা অজানা সম্পর্ক তৈরি হয়েছে। তারা দুজন এমন একটি জগৎ গড়তে চায় যেখানে অবিশ্বাস ভুলিয়ে স্বাচ্ছন্দ্যে বিশ্বাস করা যেতে পারে। একে অপরের শুন্যতা কাটিয়ে কি শেষমেশ কাছে আসবে মিতুল – ইন্দ্রজিৎ? তা অবশ্য বোঝা যাবে ধারাবাহিকের ধারার সাথে।




Leave a Reply

Back to top button