মা’কে হারিয়ে জয় নির্দল ছেলের,কোচবিহারে জোর ধাক্কা তৃণমূলের

কোচবিহারের ( Kochbihar ) পৌরসভা নির্বাচনের কাউন্সিলর পদে মা ছেলের লড়াই ছিল সবার আলোচনার বিষয় । এবারের নির্বাচনে কোচবিহার ( Kochbihar ) সাক্ষী রইল মা ভার্লসেস ছেলের লড়াই নিয়ে । এই লড়াইয়ে মা’কে হারিয়ে জয় কেতন ওড়ালেন ছেলে । ৬১১টি ভোটে জিতে জয়ী হয়েছেন তিনি । এই ঘটনা ঘটেছে কোচবিহারের ( Kochbihar ) ২ নং ওয়ার্ডে । সেখানেরই ভোটে দাঁড়িয়েছিলেন মা ও ছেলে । একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন । অবশেষে বিপক্ষ প্রার্থী মা’কে হারিয়ে জয়ী  হলেন নির্দল প্রার্থী ছেলে।

আরও পড়ুন…………………Russia-Ukraine War : “ওটা যেনো একটা নরক”- ইউক্রেন থেকে ফিরে প্রতিক্রিয়া ভারতীয় ছাত্রের

অপেক্ষার আর বেশীক্ষণ নেই । কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছ ১০৮টি পৌরসভার ফলাফল ( Election result ) । চারিদিকে ইতিমধ্যে হৈ হৈ শুরু হয়ে গিয়েছে । সবার নজর এখন ভোটের রেজাল্টের দিকে । রাজ্যে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ইতিমধ্যে ভোটগনণা শুরু হয়ে গিয়েছে । কার মাথায় উঠবে বিজয় শিরোপা এই নিয়ে চলছে শোরগোল । গোটা রাজ্যের সাধারণ মানুষ এখন ভোটের ফলাফল নিয়েই ব্যস্ত ।

ভোটের ময়দানে মা মেয়ে ,মা'কে হারিয়ে জয় ছিনিয়ে নিল কোচবিহারের নির্দল প্রার্থী

তথ্যসূত্রে জানা যাচ্ছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবে ভোটগণনা আরম্ভ হয়েছে । গণনাকেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভীড় জমাচ্ছেন । তবে সেখানে যথেষ্ট নিরাপত্তার বলয় রাখা হয়েছে বলে জানা গিয়েছে । ভোটের সময় অশান্তি ও দাঙ্গা খুবই সাধারণ বিষয় যেহেতু তাই এই বিষয়ে যথেষ্ট সচেতনতা অবলম্বন করা হয়েছে ।

আরও পড়ুন……………….বিজেপির অন্দরেই শেয়ানে-শেয়ানে লড়াই, সুকান্তর ডাকা ধর্মঘট প্রত্যাহারের আবেদন শুভেন্দুর মুখে

প্রসঙ্গক্রমে , ভোটের সময় যাতে সাধারণ মানুষেরা শান্তিতে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই দিকে নজর রাখার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এছাড়াও ভুয়ো ভোটার ধরা পড়লে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুশিয়ারি জারি করেন ।




Leave a Reply

Back to top button