পেঁয়াজি মুড়ি খাওয়া বন্ধ হতে চলেছে বাঙালির, পেঁয়াজের দামের ঝাঁঝে জ্বলছে মধ্যবিত্তর পকেট!

পেঁয়াজের দামের ঝাঁঝে জ্বলছে মধ্যবিত্তর পকেট!

কলকাতা: পেঁয়াজের (onion) ঝাঁজে বেসামাল মধ্যবিত্তের পকেট। উত্‍সবের মরশুমে এমনিতেই খরচ বেশি, তার উপরে পেঁয়াজের(onion) ঊর্ধ্বমুখী( Increasing) দামে (price) ক্ষোভ বাড়ছিল সর্বত্র। পুজো শেষ হলেও পেঁয়াজের (onion) দোসর হিসেবে অন্য সব্জির দামও নাগাল ছাড়াচ্ছিল। কোথাও ৮০ টাকা (Eighty rupees), কোথাও ৯০ (Ninty rupees), আবার কোথাও কোথাও সেঞ্চুরি (century) হাঁকিয়েছে পেঁয়াজের (onion) দাম (price)।  গত কয়েকদিন ধরেই বাজারে( Market) ঘুরে ঘুরে পেঁয়াজের ( onion) দাম ( price), মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিনও বাজার ঘুরে দেখেন টাস্কফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Task Force & Enforcement Branch) প্রতিনিধি দল। বিক্রেতাদের সঙ্গে দাম নিয়ে কথা বলে তারা। টাস্কফোর্সের  (Task Force) সদস্য জানান, বেআইনিভাবে ( Illegal) বেশি দামে পেঁয়াজ(onion) বিক্রি(sell) করলে শাস্তি(punishment) অপরিহার্য।

onion,price,Hike,westbengal,market,Task force,Enforcement Branch,vegetables

আরও জানা গিয়েছে, এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের(seller) লাইসেন্স(licence) বাতিল হতে পারে। এমনকি আইনগত (legally)ভাবেও কড়া শাস্তি(punishment) হতে পারে। বাজার ঘুরে দেখা যাচ্ছে পেঁয়াজের(onion) দাম কেন বাড়ছে তা নিয়ে এক এক বিক্রেতার একে এক মত। কেউ বলছেন, , পাইকারি বাজারে  বেশি দাম তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আবার কেউ বলছেন, নাসিক(Nasik) থেকেই পেঁয়াজের( onion) আমদানি কম হচ্ছে। এখানে জোগান কম থাকায় বেড়েছে মূল্য (price)। কিন্তু এখন একটাই প্রশ্ন? পেঁয়াজের দাম কবে কমবে? মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি ফিরবে কবে? তবে এই প্রশ্নের উত্তর বিক্রেতারাও নিশ্চিত বলতে পারছেন না। পুজোর আগে পেঁয়াজের দাম কেজি-প্রতি ৪০ টাকার আশপাশে ছিল।পুজোর মধ্যেই তা বাড়তে শুরু করে। ৫০-৬০ থেকে ৭০ হয়ে পুজো ফুরোতে না ফুরোতে তা ৮০ টাকা ছুঁয়ে ফেলায় পকেটে চাপ পড়ে গৃহস্থের। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছিল ফুলকপি-বাঁধাকপি-বেগুন  অন্য কাঁচা আনাজের দামও।

ফুলকপির দাম প্রতি পিস ৫০-৭০ টাকা হয়ে যায়।কেজি-প্রতি দরও ৫০ টাকা ছোঁয়। ৮০ টাকা তো বটেই, বাজার ভেদে বেগুনের দাম সেঞ্চুরিও(century)করে ফেলেছিল। এই অবস্থায় শুক্রবার বাজারে নামেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের(Task force) সদস্যেরা। সঙ্গে পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (Enforcement Branch)আধিকারিকরা।তবে শনিবার থেকে কিছুটা হলেও দাম কমার ইঙ্গিত মিলেছে। সরকার আপাতত ৫৫ টাকা কেজি দরে ‘সুফল বাংলা’র( Sufol Bangla) স্টলে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। তার ফলে নতুন করে শনিবার আর দর বাড়েনি। তবে এ দিনও কোনও কোনও বাজারে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে।




Leave a Reply

Back to top button