আন্দোলনে কি আসতে চলেছে নতুন চমক! তৃণমূলের আজ মেগা বৈঠক ইন্ডোরে

শিল্প সম্মেলন শেষ হতেই মেগা বৈঠকের ডাক লোকসভার আগে কি রনকৌশল নিতে চলেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

হাতে মাত্র আর কয়েক মাস। তারপরেই বেজে যাবে লোকসভার দামামা। তাই আর দেরি না করে রাজনৈতিক লড়াইয়ে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার শেষ হলো দুদিনের শিল্প সম্মেলন এরপরই বৃহস্পতিবার কলকাতা নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা মিটিং। এই বৈঠক থেকে লোকসভার আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূল নেতা-নেত্রী থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। সূত্র মার্কা জানা গিয়েছে এই বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও দলের সমস্ত সাংসদ বিধায়ক সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী মুখ্যপাত্রদেরও হাজির থাকতে বলা হয়েছে এই বৈঠকে।
Netaji  indore  stadium,Tmc,POLITICS,Mamata Banerjee,Abhishek Banerjee

উল্লেখ্য ১০০ দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কেন্দ্রর কাছ থেকে আদায়ের জন্য অনেকবারই আগেই সরব হয়েছে তৃণমূল। পুজোর আগে অভিষেক  বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে তৃণমূল। দিল্লি গিয়ে আন্দোলন করছে দল । অবস্থান হয়েছে রাজভবনের বাইরে ও। লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁজ আরো বাড়তে পারে তৃণমূলের তরফে। কারণ লোকসভা ভোটের আগে তৃণমূলের কাছে অন্যতম হাতিয়ার বকেয়া টাকা আদায়। আর সেই কারণেই আগামীকাল মেগামিটিং এবং সেখান থেকেই নতুন আন্দোলনের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলে।

তবে জানা গিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে হাজির থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার চেয়েও চিন্তার বিষয় দীর্ঘদিন চোখে কন্টাক্ট লেন্স পড়ে থাকার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চোখে রক্ত জমাট বেঁধে তৈরি হয়েছে সংক্রমণ।  এই অবস্থায় প্রাথমিকভাবে অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন অভিষেক ৷ চিকিৎসকরা তাঁকে বাড়িতে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বলেই খবর। প্রসঙ্গত, বুধবার অভিষেকের চোখে এই সংক্রমণের খবর এসে পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল সূত্রে খবর, এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষে সরাসরি অভিষেককে দেখতে তাঁর বাড়ি গিয়েছিলেন দলনেত্রী। এই অবস্থায় আগামিকালের বৈঠকে অভিষেকের উপস্থিতি নিয়েই একটা অনিশ্চয়তা হয়েছে। শেষ পর্যন্ত তিনি থাকবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না।




Leave a Reply

Back to top button