রূপান্তরকামীদের নিয়ে আয়োজিত ফ্যাশান শো, মঞ্চ মাতালেন শ্রুতি, দেবিকা, মধুশ্রীরা
তাঁদের চোখে অনেক স্বপ্ন। কেউ আবৃত্তি করতে পছন্দ করেন আবার কেউ গান বা নাচ ভালবাসেন। তবে সমাজের আর পাঁচটা পরিবারে মেয়ে সন্তানরা যেভাবে সুযোগ পান শিল্প চর্চার (trans fashion show), তেমন সুযোগ মেলেনি শ্রুতি, মধুশ্রী বা দেবিকাদের।


1/6

2/6

3/6

4/6

5/6

6/6