বুধেই কালীপুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, যাবেন কলকাতার তিনটি ক্লাবে

দূর্গাপূজোয় ভার্চুয়ালী উদ্বোধনের পর সশরীরেই এবার কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দুর্গাপুজোয় ভার্চুয়াল উদ্বোধন সারতে বাধ্য হয়েছিলেন। কিন্তু কালীপুজোয় বদলে গিয়েছে পরিস্থিতি। নবান্ন সূত্রে খবর, অসুস্থতা সারিয়ে মণ্ডপে মণ্ডপে গিয়েই এবার কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত, দুর্গাপুজোর সময় গৃহবন্দি হয়েছিলেন। বিদেশ থেকে ফিরে পায়ে চোটের কারণে দুর্গাপুজোর উদ্বোধনে কোনও মণ্ডপে যেতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি শহর থেকে জেলার বিভিন্ন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু পায়ের চোট কাটিয়ে মমতা এখন অনেকটা সুস্থ রাজ্যের প্রশাসনিক প্রধান।তৃণমূল মুখপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে বুধবার থেকেই পুজো উদ্বোধন শুরু করতে পারেন মমতা। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর উদ্বোধন করতে যেতে পারেন তিনি। নিয়মিত নবান্নে যাতায়াতও শুরু করেছেন তিনি। এই অবস্থায় চলতি সপ্তাহ থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী।

Inaugurate,Kali Puja,Mamata Banerjee,WestBengal

প্রসঙ্গত, শিল্পসফরে স্পেনে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পায়ের আঘাতে সংক্রমণ হয়ে যাওয়ার কারণে দুর্গাপুজোর সময় তিনি কার্যত গৃহবন্দি হয়ে পড়েন। এমনকী নবান্নেও তিনি যেতে পারছিলেন না। কালীঘাটের বাড়ি থেকেই যাবতীয় প্রশাসনিক দায়িত্ব সামাল দিচ্ছিলেন তিনি। প্রত্যেকবার মমতাকে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে ঘুরে উদ্বোধন করতে দেখা যায়। কিন্তু অসুস্থতার কারণে এবার তিনি বাড়ি থেকে শহর ও জেলার বিভিন্ন পুজো উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুজোর সময় সব মিলিয়ে তিনি ১২০০টি পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন।

 

 

বুধবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দলীয় মুখপত্র জাগোবাংলায় প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো ছাড়াও কালীপুজোর সময় কলকাতা ও শহরতলির একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বুধবার থেকেই কালীপুজোর উদ্বোধন শুরু করতে পারেন তিনি। নবান্ন সূত্রে খবর, বুধবার প্রথমে তিনি জানবাজারের কালীপুজো উদ্বোধন করতে যেতে পারেন। সেখান থেকে শেক্সপিয়র সরণির কালীপুজোর উদ্বোধন করতে পারেন মমতা। বুধবার সন্ধেবেলা ভেনাস ক্লাবের কালীপুজো উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।




Leave a Reply

Back to top button