Web Series : মিলতে পারে ঐশ্বরিক ক্ষমতা, ওয়েব সিরিজ দেখে কলকাতার ১১ তল থেকে ঝাঁপ কিশোরের

বিগত কয়েকবছরে চলচিত্র জগতে যুক্ত হয়েছে একটি নতুন নাম। তা হল “ওয়েব সিরিজ” ( Web Series ) । সাধারণভাবেই রকমারি ওটিটি প্ল্যাটফর্মের হাত ধরেই চলচিত্র বাজারে ওয়েব সিরিজের ( Web Series ) আগমন। বর্তমান সময়ে নব্য থেকে আদি সকলেরই মন মেতেছে নানারকমের ওয়েব সিরিজে। বিশ্ব চলচিত্রকে মানুষের হাতের মুঠোয় করতে বেশ সক্ষম হয়েছে ওয়েব সিরিজ। যার জেরে বিশ্ব চলচিত্রের রকমারি বিষয়বস্তু মানুষের ফোনের স্ক্রিনের পর্দায় ফুটে উঠেছে ওয়েব সিরিজের রূপে।
তবে এই রঙিন দুনিয়ার ওয়েব সিরিজও ( Web Series ) মাঝে মধ্যে মানুষের জীবনের ডেকে এনেছে অন্ধকার। ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত আর বহুতল থেকে লাফ। আশা ছিল বাঁচাবে ‘দেবদূত’। উল্লেখ্য, শনিবার ফুলবাগানের একটি অভিজাত আবাসনে ঘটেছে এই ঘটনাটি। মৃতের নাম বিরাজ পাচিশিয়া। আবাসনে সুইমিং পুলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান জাপানি ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত হয়ে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেয় কিশোর।
ফুলবাগানের ক্যানেল সার্কুলার রোডের বাসিন্দা বিরাজ। পার্ক সার্কাসের একটি নামী স্কুলের ছাত্র সে। বাড়িতে সরস্বতী পুজো নিয়ে যখন সকলে ব্যস্ত, এমতাবস্থায় সকলের নজর এড়িয়ে ছাদে যায় বিরাজ। এরপর সুইমিং পুলের কাছে আওয়াজ পেয়ে বহুতলের নিরাপত্তারক্ষীরা গিয়ে দেখেন, পড়ে থাকা বিরাজের রক্তাক্ত দেহ। খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহুতল জুড়ে।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, অনলাইন ক্লাসের জন্য ইলেক্ট্রনিক গ্যাজেট কিনে দিতে হয়েছিল বিরাজকে। ওই গ্যাজেট নিয়েই কাটত তাঁর সারাটাদিন। গ্যাজেটটি উদ্ধার করে একটি জাপানি ওয়েব সিরিজ ( Web Series ) সম্পর্কে জানতে পারে পুলিশ। পুলিশের অনুমান ‘প্ল্যাটিনাম এন্ড’ নামক ওই জাপানি সিরিজ দেখে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার অনুপ্রেরণা পায় বিরাজ। ফুলবাগান থানার এক পুলিশ কর্তা জানান, ওই সিরিজে দেখানো হয়েছে, কিশোর নায়ক ছাদ থেকে ঝাঁপ দেয় এবং তাঁকে বাঁচায় এক ‘দেবদূত’। এরপরেই ওই কিশোর ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয়। এই গল্প দেখেই হয়তো ছাদ থেকে ঝাঁপ দেয় ওই কিশোর।
আরও পড়ুন….Murder : “ও এখনও কেন মরছে না!” ছুঁড়ি দিয়ে ছিন্নভিন্ন দেহ
প্রসঙ্গত, সময়ের সাথে সাথে নব্য প্রজন্মের মধ্যে আধুনিক গ্যাজেটের ( Web Series ) প্রতি যে আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা নানারকমের নেতিবাচক প্রভাব ফেলছে তাঁদের জীবনে। এর আগেও ‘ব্লু হোয়েল’, ‘পাবজি’-র মতো গেমের নেশায় প্রাণ গেছে বহু শিশুর। সমাজ ও দুনিয়ায় আধুনিকতার ছোঁয়া লাগার পর থেকেই এই নেশা বাড়ছে দিন প্রতিদিন। যার জেরে মাঝে মধ্যেই চোখের সামনে ফুটে উঠছে ভয়ানক ফলাফল।