Coronavirus Update : সংক্রমণ এখন নিম্নমুখী, এক নজরে রাজ্যের করোনা পরিস্থিতি

রাজ্য জুড়ে করোনা সংক্রমণ ( Coronavirus Update ) এখন বেশ খানিকটা নিম্নমুখী। বছরের শুরুতে সংক্রমণ এক ধাক্কায় গগনচুম্বী হয়ে গেলেও এখন পরিস্থিতি বেশ খানিকটা শান্ত। স্বাস্থ্যমন্ত্রকের আজকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৪৭। এই পরিস্থিতিতে এদিন সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪১৮ জন। এই সময়কালের মধ্যেই মৃত্যু হয়েছে ৩৮ জনের।
উল্লেখ্য, এতদিনে রাজ্যে জুড়ে মোট করোনা আক্রান্তের ( Coronavirus Update ) সংখ্যা ১৯ লক্ষ ২৮ হাজার ৯৬১ জন। এই সময়কালের মধ্যে রাজ্যের করোনা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন ১৭ লক্ষ ৫৭ হাজার ৬৬ জন। মৃত্যু হয়েছে মোট ২০ হাজার জন রোগীর। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা পরীক্ষার সংখ্যা ৬৭ হাজার ৪০৪টি। যার মধ্যে থেকে পজিটিভ রোগীর সংখ্যা ১১ হাজার। অর্থাৎ রাজ্যে বর্তমান পজিটিভিটি রেট দাঁড়াচ্ছে ১৬.৯৮ শতাংশ।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন নিম্নমুখী। কিন্তু সংক্রমণের ( Coronavirus Update ) এই নিম্নমুখী গ্রাফে তিলোত্তমা রয়েছে শীর্ষে। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৫৪ জন। তবে স্বস্তির বিষয় এই যে সংক্রমণের তুলনায় বেড়েছে সুস্থতার সংখ্যা। এই সময়কালের ( Coronavirus Update ) মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার ৭৩৯ জন। রাজ্যের সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৯৮ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৮৯১ জন।
আরও পড়ুন……Coronavirus Update in India : দেশে সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখীর সাথেই উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুহার
প্রসঙ্গত, বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ রুখতে প্রয়োজন দ্রুত টিকাকরণ। গত বছর থেকেই রাজ্য তথা দেশ জুড়ে টিকাকরণ ( Coronavirus Update ) প্রক্রিয়ায় দেখা গেছে প্রচন্ড দ্রুত দৌড়। এখনও পর্যন্ত রাজ্যের মোট টিকাকরণ হয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৭৪৮ জন। যার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ লক্ষ ৬৩ হাজার ৮৯৯ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন এমন ব্যাক্তির সংখ্যা ৫ লক্ষ ৩৯ হাজার ৩৯৩ জন।