মহালয়ার ঊষায় দেবীপক্ষের শুরু, কেন এতটা গুরুত্বপূর্ণ এই দিন? জেনে নিন আসল কারণ
মহালয়ার দিনটি বাঙালিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ কেন?

পূর্বাশা, হুগলি: আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের শুরু। মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে ‘আশ্বিনের শারদ প্রাতে’ ধ্বনিত হলেই বাঙালির মনে পুজোর ডাক গাঢ় হয়। এই দিনটি সকল বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? এই তথ্য জানা নেই অনেকেরই। আসুন জেনে নিই মহালয়ার দিনটির তাৎপর্য।
কথিত আছে মহালয়ার দিনে দেবতারা মহিষাসুর বধ করার জন্য দেবী দূর্গার আবাহন করেছিলেন।
মহালয়ার ভোরে পূর্বপুরুষেরা পৃথিবী থেকে বিদায় নেন। তাই এদিন ভোরে তর্পণ করার রীতি প্রচলিত রয়েছে। মহালয়ার পর থেকে নবরাত্রি উৎসব পালিত হয়। মা দূর্গাকে তাঁর বিভিন্ন রূপে পূজা দেন ভক্তেরা। মহালয়ার ভোর থেকেই পুজো পুজো ভাব জেগে ওঠে আকাশে বাতাসে।
পূরাণে বলা হয়, মহালয়ার দিন কৈলাস থেকে মর্তে আসার পথে রওনা দেন দেবী দূর্গা। তাঁর সন্তান, সন্ততিদের নিয়ে সপরিবারে মর্তে আসেন উমা। এক বছরের প্রতীক্ষা শেষে মায়ের দর্শন পান ভক্তেরা। বাংলার ঘরে ঘরে উমা মেয়ে রূপে বিরাজ করেন। মহালয়ার দিন থেকেই সে উৎসবের প্রারম্ভ। তাই এই দিনটি বাঙালির মনে এক অত্যন্ত তাৎপর্য নিয়ে সদা বর্তমান।