মহিলাদের এই অংশের লোম নাকি বিশেষ ‘শুভ’! জানার পর আর ছোঁবেন না ওয়্যাক্সিং
ওয়্যাক্সিং করবেন না! এই অংশের লোমকে রেখে দিন

হাত,পা ঝকঝকে তকতকে রাখতে আমরা সবাই পছন্দ করি। এমনকি শরীর ও মুখের অতিরিক্ত রোম বাদ দিতে চাই আমরা। তার জন্য রয়েছে ওয়্যাক্সিং ও হরেক রকমের টুলস।কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে চটজলদি এই প্রক্রিয়া সারার হিড়িক কিছু কম নয়। কিন্তু আপনাদের এও জেনে রাখা ভালো যে, মহিলাদের এই অংশের লোমকে বিশেষ শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই সেই তথ্য।
১) জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনোও মহিলার কানে লোম থাকে, তাকে অত্যন্ত শুভ চিহ্ন বলে মনে করা হয়। এই সকল মহিলারা অনেক অর্থ ও সম্পত্তির অধিকারী হয়ে থাকেন।
২) অনেক মহিলাই আছেন যাঁদের হাতে পায়ে অনেক লোম থাকে। এই সকল মহিলারা জীবনের পথে অনেক চড়াই উৎরাই পার করেছেন বলে মনে করা হয়। এঁদের জীবনে সুখের আনাগোনা চলতে থাকে।
৩) যে সমস্ত মহিলাদের পিঠে লোম থাকে তাঁদের অত্যন্ত সাহসী ও মনের জোর বেশি থাকে বলে মনে করা হয়। আবার বাহুমূলের লোমের আধিক্য
যথেষ্ট বেশি থাকলে তাও শুভ চিহ্ন বলে মনে করা হয়।
প্রসাধনের অঙ্গ হিসেবে লোম বাদের প্রবণতা বেড়েছে। শরীরচর্চার অঙ্গ হিসেবে সেকথা নিয়মিত মাথায় রাখেন অনেকেই। সেই অনুযায়ী চলে ব্যবস্থা। তবে যে যে অঙ্গে লোম থাকলে তা শুভ মনে করা হয়, তা বাদ না দেওয়াই ভালো। জ্যোতিষশাস্ত্র বলে, এর দ্বারা পড়াশোনায় উন্নতি, জীবনে উন্নতি সর্বোপরি কঠিন বাধা পেরোনোও সহজ হয়ে পড়ে। তবে এই ব্যাখ্যার কোনোও বৈজ্ঞানিক ভিত্তি নেই।