মুঠো মুঠো অ্যান্টাসিডে ক্ষয় হচ্ছে স্মৃতিশক্তি! সামনে এল চমকে দেওয়ার মতো রিপোর্ট
প্রায়শই অ্যান্টাসিড খাচ্ছেন? জানেন কী বিপদ ডেকে আনছেন শরীরে

পূর্বাশা, হুগলি: গ্যাসট্রিকের সমস্যা নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। খাওয়া একটু এদিক ওদিক হলেই চেপে বসে অস্বস্তি। আর এই একটানা অস্বস্তির নাজেহাল দশা সামলাতে পেটে পড়ে মুঠো মুঠো অ্যান্টাসিড। এতে সাময়িকভাবে সমস্যা থেকে মুক্তি পেলেও শরীরে দেখা দেয় দীর্ঘমেয়াদি রোগ। এমনকি স্মৃতি শক্তির ক্ষয়ও।
সম্প্রতি এটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। যেখানে মানুষের স্মৃতিশক্তি হ্রাসের পিছনে অতিরিক্ত অ্যান্টাসিড গ্রহণের প্রবণতাকে দায়ী করছেন চিকিৎসকেরা। ডাক্তারদের কথায়, বারংবার ভুলে যাওয়া যথা ডোমেনসিয়া রোগ সৃষ্টিতে প্রভাব রয়েছে এই ওষুধগুলির।আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজির এই রিপোর্ট কপালে চিন্তার ভাঁজ ফেলল জনসাধারণের।
তাহলে বিপদ মুক্তির উপায় কী? ডাক্তাররা বলছেন
দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সচেতন থাকা ও ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। মুঠো মুঠো অ্যান্টাসিডকে এড়িয়ে চলতে হবে ও ওষুধ নির্ভরশীলতা কমাতে হবে। এতে কিছুটা হলেও বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ স্মৃতিশক্তি হ্রাস বা ডোমেনসিয়া এমন একটি রোগ যা কেবল নিজের উপর নয়, বরং গোটা পরিবারের উপর প্রভাব ফেলে।