চুলের আগা ফেঁটে নষ্ট হয়ে যাচ্ছে চুল! ঘরোয়া উপকরণের সাহায্যেই করুন প্রতিকার

নারী পুরুষ নির্বিশেষে চুল সকলেরই অত্যন্ত প্রিয়।সকলেই চায় লম্বা, ঘন, স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী হতে। আর তার জন্যই চুলের পিছনে অনেক সময় এবং অর্থ দুইই ব্যয় করে মানুষ। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন সময়ে নানা সমস্যা দেখা যায় চুলে। একটু বড় হতে না হতেই চুল ঝড়ে যাওয়া, চুলের আগা ফেটে যাওয়া প্রভূতি নানা সমস্যার সম্মুখীন হতে থাকে মানুষ। ফলে চুলের বৃদ্ধিও কমে যায়। আর চুল দেখতেও ভালো লাগে না। তবে ঘরোয়া ভাবেই এর সমাধান করা যেতে পারে। এবং এক্ষেত্রে সময় এবং অর্থ দুইই বাঁচবে।
আসলে এসব সমস্যা একদিনেই সৃষ্টি হয় না। মানুষ তার প্রতিনিয়ত কাজের ফাঁকে চুলের যত্ন নেওয়ার সময় পায়না। আর এই ভাবেই দিনের পর দিন চুলের প্রতি অবহেলা হতে থাকে। আর এর থেকেই সৃষ্টি হয় চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যা। তবে এখনই যদি মানুষ তার নিত্য কাজের মধ্যে সময় করে নিজের চুলের যত্ন নিতে শুরু করে তবে এ সকল সমস্যা থেকে নিমেষেই মুক্তি পেতে পারে মানুষ। বিভিন্ন ঘরোয়া উপায়ে সহজেই চুলের সমস্যা সমাধান করা যেতে পারে ( Home remedies to prevent split ends ) । আসুন জেনে নেওয়া যাক সেসব ঘরোয়া পদ্ধতির কথা।
নারকেলের দুধ
আমরা সকলেই জানি নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী। চুলের বিভিন্ন সমস্যার জন্য নারকেল তেল ব্যবহার করা হয়ে থাকে। তবে নারকেল তেলের পাশাপাশি নারকেলের দুধের উপকারিতার কথা ভুলে গেলে চলবে না। চুলের জন্য নারকেলের দুধও সমানভাবে উপকারী। চুলের ভেঙে যাওয়াকে রোধ করে নারকেলের দুধ সাথেই চুলের আগা ফাটাও বন্ধ করে। নারকেলের দুধ চুলে ব্যবহারের জন্য প্রথমে নারকেল থেকে দুধ আলাদা করে নিতে হবে। পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করে করে নারকেলের দুধটা লাগিয়ে দেড় ঘন্টা অপেক্ষার পর তা ধুয়ে ফেলতে হবে।
মধু
ত্বকের চর্চাই হোক বা চুলের চর্চা, সর্বক্ষেত্রেই মধুর জুড়ি মেলা ভার। কেননা মধুতে উপস্থিত থাকে বিভিন্ন অ্যান্টি-অক্সিডেন্ট সাথেই অন্যান্য প্রাকৃতিক উপাদানও যা ত্বকের পাশাপাশি চুলের জন্যেও দারুণ উপকারী। চুলের আগা ফেটে গেলে তা রোধ করতে মধু খুবই কার্যকরী। এক্ষেত্রে প্রতিদিন রাতে ঘুমাতে যাবার পূর্বে আঙ্গুলে সামান্য মধু নিয়ে চুলের আগায় সেটা ম্যাসাজ করতে হবে। এরপর চুলের আগায় একটি নরম কাপড় পেচিয়ে শুয়ে পড়তে হবে এবং পরদিন ধুয়ে ফেলতে হবে। এই পদ্ধতি অবলম্বন করে নিয়মিত একমাস চলতে পারলেই চুলের আগা ফাটা চিরতরে দূর হয়ে যাবে।
আরও পড়ুন: ‘বাপ বাপ হোতা হ্যায়’! মহেশ বাবুকে কটাক্ষ ‘মাচো ম্যান’ সুনীল শেট্টির
কলা
আমরা সকলেই জানি কলার মধ্যে রয়েছে ভরপুর আয়রন। খাওয়ার পাশাপাশি কলা যদি চুলে মাখা হয় তবেও পাওয়া যায় অনেক উপকারিতা। আসলে বর্তমানে বায়ু প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। ফলে শ্যাম্পু করার পর চুল হয়ে পড়ছে রুক্ষ এবং শুষ্ক। আর এর জন্য আরও বেশি করে চুল পড়ে যাচ্ছে মানুষের। তবে কলা এই রুক্ষ শুষ্ক চুলে প্রাণ ফিরিয়ে দিতে পারে। এক্ষেত্রে একটি পাকা কলা চটকে নিয়ে তার সাথে সামান্য বাদাম তেল এবং ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চুলের আগা থেকে ঘাড় পর্যন্ত অংশটুকুতে এই মিশ্রণের একটি মোটা প্রলেপ লাগিয়ে নিতে হবে। এরপর তা শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেললেই ‘হেয়ার কন্ডিশনার’ এর কাজ করবে কলা।
আরও পড়ুন: নুসরতের সাথে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই নতুন মেয়ে! জানুন হিরো আলমের নতুন প্রেমিকার পরিচয়