মা ঠাকুমাদের টোটকা ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা
রোদে পোড়া কালচে ছোপ তুলতে ব্যবহার করুন কাঁচা দুধ আর হলুদ

এখন সকলকেই বাইরে বেরোতে হয়। সে কলেজ ষ্টুন্ডেন্ট হোক বা অফিস যাওয়া রোদে সকলকেই বেরোতে হয়। চারিদিকের এক দূষণ এবং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি মানুষের ত্বকে ক্ষতি করে। ফেসিয়াল বা ট্যানিং করলেও সে ক্ষতি মেরামত করা সম্ভব হয় না। কিন্তু ঘরোয়া উপকরণে সহজেই রোধ করতে পারেন এই ক্ষতি। প্রতিদিন বাইরে থেকে ফিরে এসে লাগান এই রূপটান । মা ঠাকুমারা ঘরোয়া উপকরণ দিয়েই করতেন ত্বকের পরিচর্যা। তাদের ত্বকের জেল্লাও থাকত উজ্জ্বল।
ঠান্ডা কাঁচা দুধ নিন তিন থেকে চার চামচ, তার মধ্যে দিন এক চামচ কস্তুরী হলুদ, এক চামচ বেসন এবং এক চামচ গোলাপ জল বা গোলাপের পাপড়িগুঁড়ো এক চামচ ভাল করে মিশিয়ে নিতে হবে। প্রথমে কাঁচা দুধে তুলো ভিজিয়ে মুখটা ভাল করে পরিষ্কার করে নিতে হবে।
তারপরে এই প্যাকটা লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে একদিন এই প্যাক লাগালে আপনার রোদে পোড়া ভাব অনেকটাই কমবে। আরও ভাল ফল পেতে রাত্রে শোয়ার আগে এই প্যাক লাগিয়ে ধুয়ে নিয়ে তারপরে কোন নাইট ক্রিম ম্যাসাজ করতে হবে। তার ফলে সারারাত ধরে আপনার ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার সুযোগ পাবে।