Bollywood: বলিউডের ফাঁদে পড়ে অজান্তেই পর্ন শ্যুটিং করে বসছেন অভিনেত্রীরা

বর্তমানে মডেলিং(Modeling) এবং অভিনয়(Acting) এই দুটি পেশাতেই(Profession) মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে অধিক পরিমাণে। দুই পেশাতেই বেড়েছে অংশগ্রহণকারীর সংখ্যা। অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি হাত ধরেই বেড়েছে কুকর্মের পরিমাণ। নানা সময় নানা রকম সংস্থার ফাঁদে পড়ছেন উঠতি অভিনেতা(Actor) ও অভিনেত্রী(Actress)রা। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, না জেনেই প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করে ফেলেন কিছু আনকোরা মডেল-অভিনেত্রী। তাঁরা বুঝতেও পারেন না কখন ক্যামেরার সামনে তাঁরা নিজেদের পোশাক(Dress) খুলে ফেলছেন। জীবনে অভিনয়কে ভালোবেসে সেটিকেই নিজের পেশা ও নেশা করার জন্য প্রযোজনা সংস্থার দরজায় ঘোরেন একাধিক প্রতিভাধর। এঁরাই এমন ধরণের অপ্রীতিকর ঘটনার শিকার হন মুম্বাইয়ে। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন এক প্রাক্তন “বিউটি কুইন(Beauty Queen)” পরী পাসোয়ান( Pari Paswan)।

বলিউডের(Bollywood) আঁতুড়ঘর মুম্বাই। কোন প্রযোজনা সংস্থা(Production House) কখন কি কাজ করছে, তার হিসাব রাখা কখনোই সম্ভব হয় না। এর জেরেই অনেকে এই ভুল পদক্ষেপে পা দিয়ে ফেলেন। অভিযোগকারী “বিউটি কুইন” তরফে জানা গিয়েছে, এই “না জানা”রই সুযোগ নেয় কিছু সংস্থা। যারা মুম্বাইয়ে বসে পর্ন সিনেমার ব্যবসা চালান।

বলিউড,পর্ন,ব্যবসা,পরী পাসোয়ান,bollywood,porn,Buisness,Shooting,Pari Paswan,cinema,Beauty Queen,Bengali News,Bollywood News,News,Raj kundra,pari paswan raj kundra,raj kundra pari paswan,miss universe india pari paswan,miss universe pari paswan,miss universe india 2021 pari paswan,who is pari paswan,pari paswan miss universe india,miss india universe pari paswan,pari paswan miss india universe,miss india universe raj kundra,miss universe raj kundra,miss universe pari paswan mews,raj kundra news,রাজ কুন্দ্রা,মিস ভারত,মিস ইন্ডিয়া ইউনিভার্স রাজ কুন্দ্রা,মিস ইউনিভার্স রাজ কুন্দ্রা,রাজ কুন্দ্রের খবর,কে এই পরী পাসোয়ান,পরী পাসোয়ান ভাইরাল,pari paswan latest pic,pari paswan latest video,pari paswan viral video

সম্প্রতিই এই একই অভিযোগ আসে অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, তিনি মুম্বাইয়ে বসে পর্ন সিনেমার ব্যবসা করেন। এই অভিযোগের পর থেকেই একটা হৈচৈ তৈরি হয় তারকা মহলে। বিউটি কুইনের দাবি, রাজ কুন্দ্রা তাঁর জন্য এই পর্ন সিনেমার ফাঁদ পেতেছিলেন। এই বিষয়ে অভিযোগকারিনীর পরিবারের দাবি, তিনি রাজেরই প্রযোজনা সংস্থার শিকার হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় বিজেয়ী হন পরী পাসোয়ান। তাঁর অভিযোগ, তাঁর অজান্তেই তাঁকে দিয়ে পর্ন সিনেমার শ্যুটিং করানো হয়েছিল। অবশ্য তিনি নিজ মুখে রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের ডাক পেয়ে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার দফতরেই ভয়াবহ অভিজ্ঞতা হয় তাঁর। পরী জানিয়েছেন, সাক্ষাৎকারের পরী জানিয়েছেন সাক্ষাৎকারের আগে তাঁকে একটি নরম পানীয় দেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টার কথা তাঁর আর কিছুই মনে নেই। তবে ঠিক কি হয়েছিল তা মনে করতে না পারলেও, তাঁর সঙ্গে যে মারাত্মক কিছু একটা হয়েছিল তা তিনি নিশ্চিতভাবেই বুঝতে পেরেছিলেন। বিষয়টি বুঝতে পেরেই পরের দিনই তিনি স্থানীয় থানায় ওই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আরও পড়ুন……Bollywood Actress: স্বামীর থেকেও বেশি সম্পত্তির অধিকারী এই সব বলিউড সুন্দরীরা, রইল তালিকা

উল্লেখ্য, মামলা দায়ের করেও ব্যাক্তিগত জীবনে আসা ঝড়কে আটকাতে পারেননি পরী। কারণ, ততক্ষণে যথারীতি সেই আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। ঘটনাটি যে দিন ঘটে তার ঠিক কিছুদিন আগেই বিয়ের বাঁধনে নিজেকে বেঁধেছিলেন পরী। সেই আপত্তিকর ভিডিও স্বামীর নজরে পড়তেই পরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দেন তাঁর স্বামী নীরজ পাসোয়ান। পরী অবশ্য জানিয়েছিলেন, ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন তাঁর জ্ঞান ছিল না। তাঁর অনুমান পানীয় জলে মাদক মিশিয়ে তাঁকে কিছুক্ষণের জন্য মস্তিস্কহীন করে তোলা হয়েছিল। তাই এক্ষেত্রে তাঁকে কোনোভাবেই দোষ দেওয়া যায় না কারণ, তিনি একটি চক্রের পরিকল্পিত কুকর্মের শিকার।




Back to top button