CRYPTO CURRENCY – বাতিল ‘ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সি’, বিল আনছে কেন্দ্র
শীতকালীন অধিবেশনে ‘ক্রিপ্টোকারেন্সি বিল'(Crypto Currency) আনতে চলেছে কেন্দ্র। সংবাদ সূত্র এএনআই(ANI)-এর তরফ থেকে জানা যায়, ২৯ শে নভেম্বর থেকে শুরু হওয়া কেন্দ্রের শীতকালীন অধিবেশনে লোকসভায় ‘ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অফ অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১'(Cryptocurrency & regulation of official digital currency bill) জন্য তালিকাভুক্ত(Enrollment) করেছে কেন্দ্রীয় সরকার(Central Government)।
এই বিল অনুযায়ী, ‘ভারতের সমস্ত বেসরকারি বা ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) যে ডিজিটাল কারেন্সিতে(Digital Currency) অনুমোদন দেবে, সেগুলিই ভারতে চলবে। কেন্দ্রের নতুন বিলে এই নিয়মের নীতিগত কাঠামোর বিষয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি তিনটি বাতিল করা কৃষক আইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে।
বর্তমানে ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে কোনো নিয়ন্ত্রণ বা কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অর্থ পাচার এবং সন্ত্রাসবাদীদের(terrorists) অর্থের জোগান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে প্রধানমন্ত্রী তার বৈঠকে সিদ্ধান্ত নেন, যে কোনও ব্যক্তিগত ডিজিটাল মুদ্রা তৈরি করা বা সেটিকে আইনি বৈধতা দেওয়া উচিত নয় সরকারের। বৈঠকে থাকা এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ক্রিপ্টোকারেন্সির নেপথ্যে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে প্রস্তুত। তবে ক্রিপ্টোকারেন্সিকে আইনি বৈধতা দেওয়ার পক্ষে নয় আরবিআই। কারণ এই মুদ্রাগুলি অনিশ্চয়তায় ঘেরা এবং আর্থিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। বেশিরভাগ সরকারী বিভাগ আরবিআইয়ের সঙ্গে একমত। কিন্তু তারা বিভিন্ন লবি গ্রুপের চাপের মধ্যে রয়েছে। যারা স্থিতিশীলতা চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব।’
আরও পড়ুন……Covid update- করোনা নিয়ে ফের উদ্বেগ, আক্রান্তের সংখ্যা ৭০০ পার, জোড়কদমে টিকাকরণ
তাই গত বৃহস্পতিবার ‘সিডনি ডায়লগ'(Sydney Dialogue)-এর ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী কেন্দ্রের এই পরবর্তী পদক্ষেপের কথা জানান। ঐদিন বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ” ডিজিটাল যুগে(Digital Era) সবকিছু পালটে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি তৈরির জন্য বিনিয়োগ করা হচ্ছে। টেলিকম(Telecom) ক্ষেত্রে 5G এবং 6G প্রযুক্তি চালুর জন্যও লগ্নি করছে ভারত।” একই সাথে ক্রিপ্টোকারেন্সি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সব গণতান্ত্রিক দেশ(Democratic Country)যাতে এই বিষয়ে একত্রিতভাবে কাজ করে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিপ্টোকারেন্সি যাতে ভুল হাতে না যায়, তা নিশ্চিত করতে হবে। যা আমাদের শিশুদের জীবন নষ্ট করে দিতে পারে।”