১) কিছুদিন আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ইসরোর ‘চন্দ্রযান ৩’। আর এবার নতুন অভিযানের উদ্দেশ্যে রওনা দিল ভারত।
২) চাঁদের পর এবার সূর্যের বাড়ি রওনা দিল ইসরোর মহাকাশযান। শুক্রবার শ্রীহরিকোটা থেকে ‘আদিত্য এল ১’-এর সফল উৎক্ষেপণের সাক্ষী রইল ভারতবাসী।
৩) ‘আদিত্য এল ১’ মিশনের উদ্দেশ্যে হল ‘L1’-এর চারপাশে কক্ষপথ থেকে সূর্যকে অধ্যয়ন করা।
৪) ইসরোর ‘সূর্য মিশন’ সফল হলে প্রথমবারের জন্য সূর্যের চৌম্বক ক্ষেত্রের বিদ্যমান যন্ত্র সম্পর্কে জানা যাবে।
৫) এছাড়া, অতিবেগুনী রশ্মির প্রবাহ পর্যবেক্ষণ-সহ সৌরবায়ু বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে এই মিশনের সফলতার অপেক্ষায় রয়েছেন আপামর ভারতবাসী।
Follow us on
Back to top button