Pet Dog Birthday : পোষ্য কুকুরের জন্মদিনে খরচ লক্ষাধিক টাকা, গ্রেফতার কুকুরে মালিক

করোনা(Corona) মহামারির(Pandemic) জেরে দেশ ও দেশবাসী ক্ষতিগ্রস্থ উভয়ই। আর্থিক, সামাজিক, মানসিক প্রতিটি ক্ষেত্রেই আপাতত বেশ গভীর ভাবে বিষণ্ণতার শিকার সাধারণ। করোনা হু হু করে বাড়লেও এখনও হুঁশ নেই একটি বড় অংশের মানুষের। তারা ব্যস্ত জীবন উপভোগ করতে। বিগত সময়ে এই লকডাউনের মধ্যে মানুষের করোনাবিধির(Covid Protocol) প্রতি বেপরোয়া মনোভাবের খবর অনেক দেখা গেছে। প্রতিবারের ন্যয় এবারও সেই একই করোনাবিধির প্রতি বেপরোয়া মনোভাবের নজীর দেখা গেল গুজরাটের আমেদাবাদে।

সেখানের এক বাসিন্দা করোনার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে তাঁর কুকুরের জন্মদিন ( Pet Dog Birthday ) পালনে। করোনাবিধিকে একেবারে শিকেয় তুলে চলে পার্টি। বিপুল সংখ্যক মানুষ করোনার মধ্যেই মেতে ওঠেন জন্মদিন ( Pet Dog Birthday )  পালনে। জানা গিয়েছে, আমেদাবাদের মধুবন গ্রিন নামে একটি পার্টি প্লটে গোটা আয়োজনটি করে ছিলেন। নিমন্ত্রিত ছিল বিপুল সংখ্যক অতিথি। করোনাবিধিকে একেবারে জলে ভাসিয়ে দিয়ে সেখানেই পোষ্য কুকুরের জন্মদিনে ( Pet Dog Birthday )  অতিথি-সহ মেতে ওঠেন চিরাগ ওরফে সেই পোষ্য কুকুরের মালিক ডগো প্যাটেল।

Pet Dog Birthdayউল্লেখ্য, করোনায় জর্জরিত গোটা দেশ। এই পরিস্থিতি দেশের একটা বড় অংশ প্রায় দেউলিয়া। নেই চাকরি, নেই কাজ, ফলত আর্থিক টানাটানির মধ্যে দিয়েই জীবন চালাতে কষ্ট করে। এমতাবস্থায় আরেক শ্রেণির সুখের জীবনযাপন। আর এই শ্রেণিরই অন্তর্গত চিরাগ। পোষ্য কুকুরের জন্মদিন ( Pet Dog Birthday )  পালনে খরচ করেছেন সাড়ে সাত লক্ষ টাকা। আপাতত মহামারি আইন প্রয়োগ করে জেল বন্দী সে ও তাঁর দুই ভাই।

আরও পড়ুন…….Coronavirus Update in India : ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমন, দেশে করোনার রিপোর্ট বাড়ল দ্বিগুণ

আমেদাবাদের এক সিনিয়র পুলিশ অফিসার তরফে জানা গিয়েছে, ‘দুই ভাই-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।’ তিনজনের বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ‘চিরাগ প্যাটেল ও তাঁর ভাই উরভিশ প্যাটেল তাদের কুকুর অ্যাবির জন্মদিনে ( Pet Dog Birthday )  একটি পার্টির আয়োজন করেছিল। গত শুক্রবার মধুবন গ্রিন পার্টি প্লটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচীতে পরিবারের পাশাপাশি আরও বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মধ্যে করোনাবিধিগুলি উপেক্ষা করা হচ্ছিল। এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে পড়ে। মহামারি আইন লঙ্ঘনের কারণে অবশেষে গ্রেফতার করা হয় তাদের।’




Leave a Reply

Back to top button