Bollywood News : শুধুই নয় কমেডিয়ান! একাধিক ছবির প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন কপিল শর্মা

কমেডি শব্দটি মাথায় এলেই সবার আগে মনে পরে যায় কপিল শর্মার (Kapil Sharma) কথা। কমেডির জগতে আজ অনেক কমিডিয়ানের মধ্যে থেকে নিজেকে প্রমাণ করেছেন কপিল শর্মা। ২০০৭ সালে প্রথম যাত্রা শুরুহয়েছিল যাত্রা। একটি জনপ্রিয় শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে’ অনুষ্ঠানেই প্রথম দেখা গিয়েছিল তাকে। শুরুটা ছিল বেশ কঠিন, খুব অল্প সময়েই এলিমিনেট হয়ে যান কপিল শর্মা( Bollywood News )। তবে এখানেই থেমে যায়নি তার যাত্রা। ওয়াইল্ড কার্ড এন্ট্রির সাহায্যে শোতে আবার সুযোগ পান তিনি। এরপর তাকে আর সেভাবে ব্যার্থতার সম্মুখীন হতে হয়নি।
পরবর্তীতে নিজের দুর্দান্ত কমেডি করার প্রতিভাকেই নিজের কর্মসাধনা হিসাবে বেছে নেন। ২০১৩ সালে তিনি প্রথম নিজের শো ‘Comedy Nights with Kapil’ শুরু করেন। ধীরে ধীরে তিনি আজ সকলের কাছে খুব প্রিয় ও পরিচিত মানুষ হয়ে উঠেছেন। কপিল ইতিমধ্যে অনেকগুলি সিনেমাও করেছেন। যেমন- কিস কিসকো পেয়ার করু, ফিরঙ্গি ইত্যাদি। তবে কপিল আরও বেশ কিছু ছবিতে অভিনয়ের অফার পেলেও তা প্রত্যাখ্যান করেন। আজ এমনই কিছু রিজেক্ট করা ছবির তালিকা তুলে ধরব।
মুবারাকান (Mubarakan)
মুবারাকান ছবিটি ২০১৭ সালে নির্মিত একটিও কমেডি চলচ্চিত্র। ছবিতে অভিনয় করতে দেখা গেছিলো অনিল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজকে। শোনা যায় এই ছবির জন্য কপিল শর্মাকে অফার করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।
তেজ (Tezz)
তেজ ছবিটি ২০১২ সালের একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগন, অনিল কাপুর, কঙ্গনা রানাউত এদের মত সেলেব্রিটিদের। এই চলচ্চিত্রেও কপিল শর্মাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ব্যাঙ্ক চোর (Bank Chor)
২০১৭ সালের এই ব্ল্যাক কমেডি চলচ্চিত্রটি যশরাজ ফিল্মসের অধীনে নির্মিত হয়। এই মুভিতে অভিনয় করতে দেখা যায় রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, ও রিয়া চক্রবর্তীকে। এই ছবিতেও অভিনয় করা থেকে বিরত ছিলেন কপিল। তিনি এই ছবিতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
২৪ (24)
২৪ হলো একটি কালারস চ্যানেলে সম্প্রচারিত টেলিভিশন সিরিজ। এই সিরিজটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিল। জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর ছিলেন সিরিজটিতে। একটি আমেরিকান গল্পের উপর ভিত্তি করে সিরিজটি তৈরী করা হয়েছিল। এই সিরিজে কপিল শর্মাকে অভিনয়ের প্রস্তাব দিলে সেই সময় নিজের শোতে সময় দেওয়ার কারণে তিনি বাধ্য হন প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে।
ওহ সাত দিন রিমেক (Woh Saat Din Remake)
আশির দশকের অনিল কাপুরের হিট সিনেমা ওহ সাত দিন। ছবির রিমেক তৈরির জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কপিল শর্মাকে। তবে ছবিতে অভিনয়ের সুযোগ থাকলেও রাজি হয়নি কপিল শর্মা।
আরও পড়ুন : Prosenjit Chatterjee : আসছে পরিচালক বুম্বার নতুন ছবি, জানালেন নতুন ছবির কথা