বাবা অফিসে ক্ষুধার্ত! টিফিন পৌঁছে দিতে ২ কিলোমিটার পথ পাড়ি দিল ছোট্ট কুকুরটি

অনীশ দে, কলকাতা: কথায় বলে মানুষের চেয়ে বেশি বিশ্বস্ত সঙ্গী হচ্ছে কুকুর। মানুষের সুখ দুঃখ, রাগ, অভিমান, সব কিছু ভুলে তাকে ভালোবাসতে পারে একমাত্র কুকুর। এমনকি কেউ যদি মাত্র একদিন এই প্রাণীটিকে খেতে দেয় তবে তাকে সে আজীবন মনে রাখবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও ভাইরাল হয় যা আপনাকেও অবাক করে দেবে। এক জার্মান শেপার্ডের (German Shepherd) তার মালিকের প্রতি ভালোবাসার গল্প বলে এই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে জার্মান শেপার্ডটি দুলকি চালে এগিয়ে যাচ্ছে নিজের মালিকের অফিসের দিকে।

আসলে রোজ সকালেই সে এমনটি করে। এই পোষ্যটির নাম শেরু (German Shepherd)। প্রতিদিন সকালে মালিককে টিফিন দিতে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তার অফিস পর্যন্ত যায় শেরু। এমনকি রাস্তায় কোনও বড় গাড়ি দেখতে পেলে রাস্তা থেকে নেমে অপেক্ষা করে সে। এই ভিডিওটি হিমাচল প্রদেশের এক ব্লগার শেয়ার করেছেন। ভিডিওটির সাথে তিনি লেখেন ‘সুপার কিউট না?’। @timssyvats নামের এই ব্লগারের ফলোয়ার সংখ্যা প্রায় ৪৬,০০০।

এক সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘ হিমাচল প্রদেশে কুকুরদের বদ্ধ ঘরে আটকে রাখা হয় না। তাদের যত সম্ভব বাইরে রাখার চেষ্টা করি আমরা। শেরু ছোটবেলা থেকেই তার মালিককে খাবার দিতে যায়, এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ ট্রেনিং। আর সে রোজ যখন যায়, তার সাথে পরিবারের একজন থাকেন সর্বদা।’ মাত্র ছয়দিন আগে আপলোড করা হয় এই ভিডিওটা। সারমেয়র এহেন আচরণ মুগ্ধ করেছে নেটবাসীদের।

একের পর এক কমেন্টে শেরুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা। এখনও পর্যন্ত এই ভিডিওতে প্রায় ৮.৬ মিলিয়ন লোক দেখেছেন। নেটিজেনরা এই পোস্টে লিখেছেন ‘ মানুষ শিখুক এই সারমেয়র থেকে যে কিভাবে নিয়ম মেনে চলা উচিত..’, অন্য একজন লেখেন ,’আমি এবার কেঁদেই দেব’। এর পাশাপশি আরেকজন লিখেছেন, ‘ কিউট আর দরুন বোঝাপড়া, কুকুরটি রাস্তায় খুব সাবধানতা নিয়ে চলছে…’।

কুকুর ও মানুষের সম্পর্ক যে কত গভীর তার প্রমাণ মিলেছে একাধিকবার। এমনকি বিশ্বজুড়ে সারমেয়দের নিয়ে তৈরি চলচ্চিত্রও মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সম্প্রতি ভারতে তেমনই এক ছবি মুক্তি পেয়েছে যার নাম ৭৭৭ চার্লি। কিভাবে একটি পোষ্য বদলে দেয় একটি মানুষের জীবন, তা নিয়েই চিত্রনাট্য তৈরি এই ছবির।




Leave a Reply

Back to top button