পছন্দের মানুষটির সাথে প্রথম ডেট! কোন ভুল এড়িয়ে কীভাবে একে অপরের মন জয় করবেন জেনে নিন
দেরি করবেন না
পছন্দের মানুষের সাথে ডেটে যাওয়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কিন্তু কিছু জিনিস যদি আপনি মানেন তাহলে আপনার উল্টোদিকের মানুষটির মনেও আপনার জন্য ভালো ছাপ অপনি রেখে যেতে পারবেন। মনোবিদেরা বলছেন প্রথম দিনের আ অপনি যেমন ব্যাবহার করবেন অপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে আপনার ভাবমূর্তিও তেমনই তৈরি হবে। কথায় আছে না “ফাস্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন”, তাই প্রথম দিন ডেটে যাওয়ার জন্য একদম দেরি করবেন না। খুব বেশি মদ্যপান নৈব নৈব চ।
অতীত নিয়ে কথা বলবেন না
প্রথম দিনই নিজের অতীত বা প্রাক্তনকে নিয়ে খুব বেশি কথা বলার দরকার নেই। উল্টে বরং আপনার অপরদিকের মানুষটির মনের কথা বোঝার চেষ্টা করুন, তার ভালোলাগা খারাপ লাগার অনুভূতি গুলো ধরার চেষ্টা করুন। আর একবার তা ধরে ফেলতে পারলে, তার মনের গোলরক্ষক হয়ে উঠতে আপনাকে আর বিশেষ বেগ পেতে হবে না।
কী ধরণের পোশাক পরবেন?
প্রথমদিনের ডেটে গেলে শুধুই যে কোট-প্যান্ট-টাই পরতে হবে তার কোনও কথা নেই। বরং নিজের পছন্দসই পোশক না পড়লে বিব্রত হওয়ার সুযোগই বেশি। তাই যে পোশাকে আপনি সবথেকে বেশি স্বচ্ছন্দ্যবোধ করেন সেই পোশাকই পরে নিন।
মোবাইল কম ব্যবহার করুন
খুব গুরুত্বপূর্ণ ফোন ছাড়া মোবাইল না ব্যবহার করাই শ্রেয়, ডেটের সময় কেবল আপনার সঙ্গী বা সঙ্গিনী সঙ্গে কথোপকথন বাড়ানোর চেষ্টা করুন। সেই দিনের শুরুতে আপানাদের সম্পর্কের মধুরতা বাড়াতে সাহায্য করবে।
কোন বিষয়ে কথা বলা উচিত?
ডেটে গিয়ে যে শুধুমাত্র প্রেমের কথাই বলতে হবে এমনটা নয়, যে বিষয়ে আপনাদের ভালো লাগে আপনারা সেই বিষয়ে কথা বলুন। সেচা খেলা হতে পারে, বিনোদন হতে পারে বা রাজনীতিও হতে পারে।
ভুলেও এই কাজ করবেন না
প্রথম দিন আপনার সঙ্গী বা সঙ্গিনীকে একদম নিয়ন্ত্রণ করা উচিত না। তার সাথে কথা বলুন তার কথা শুনুন তবে বিয়ে-সন্তান, সম্পর্কের স্থায়ীত্ব এইসব বিষয়ে শুরুতে না কথা বলাই শ্রেয়। জীবন সংক্রান্ত খুব বেশি গুরুতর বিষয় শুরুতেই এড়িয়ে চলুন। তাতে দুজনের মনেই চাপ বাড়তে পারে।
রেস্টুরেন্টের বিল কে দেবে ?
একটি অলিখিত নিয়ম আছে যে ডেটে গেলে ছেলেরাই নাকি বিল দেয়। যদিও পুরুষতান্ত্রিকতার বশবর্তী হয়েই অনেকে এই কাজ করে থাকেন বলে মনে করা হয়। তবে এই কাজ করলে কিছু ক্ষেত্রে আপনার আত্মনির্ভর সঙ্গিনীর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এইরকম অবস্থায় বিলের টাকার অঙ্কটা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন।
অতিরিক্ত চাপ নেবেন না
কি পরে যাবেন, কী কথা বলবেন, সামনের মানুষটি আসলে কীরকম, বিল কে দেবেন এরকম হাজার জিনিস মাথায় চলতে থাকে প্রথমবার ডেটে যাবার আগে। তাই কয়েকটা সহজ উপায় মেনে চলুন। অন্যদিকের মানুষটির কথাও কিন্তু মন দিয়ে শোনা উচিত, আর তিনি কোন বিষয়ে কথা বলতে চান সেদিকেও খেয়াল রাখুন। নিজের মধ্যে থেকে সমস্ত মানসিক দুশ্চিন্তা দূরে সরিয়ে দিন যে সময়টুকু আপনি এবং আপনার সঙ্গী বা সঙ্গিনী একসঙ্গে কাটাচ্ছেন সেই সময়টি পূর্ণ ব্যবহার করার চেষ্টা করুন।